TRENDING:

Shah Rukh Khan: জওয়ান পাঠানের সাফল্যের পরেই লাগাতার হুমকি, বাড়ানো হল শাহরুখ খানের নিরাপত্তা... Y+ ক্যাটেগরির মোড়কে বাদশা

Last Updated:

Shah Rukh Khan: থাকবেন ছয়জন পুলিশ কমান্ডো, এমপি-5, AK-47 অ্যাসল্ট রাইফেল, গ্লক পিস্তল। এর পাশাপাশি সবসময়ের জন্য তাঁর দেহরক্ষী থাকবেন। বাদশার বাসভবনও পাহারা দেবে চারজন সশস্ত্র পুলিশ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই: একদিকে গগণচুম্বী সাফল্য অন্যদিকে ভয়, হুমকি, আশঙ্কা। আর তাই এবার ওয়াই ক্যাটেগরি নিরাপত্তা পেলেন শাহরুখ খান। চলতি বছর তাঁর পরপর দুটি সফল ছবি  জওয়ান এবং পাঠান বক্সঅফিসে ঝড় তুলে দিয়েছে। আর এর পরেই লাগাতার হুমকিও পাওয়া শুরু করেছেন কিং খান। ফলে সব দিক ভেবেই তাঁকে Y+ নিরাপত্তা দেওয়া হয়েছে।
বাড়ানো হল শাহরুখ খানের নিরাপত্তা... Y+ ক্যাটেগরির মোড়কে বাদশা
বাড়ানো হল শাহরুখ খানের নিরাপত্তা... Y+ ক্যাটেগরির মোড়কে বাদশা
advertisement

নিরাপত্তার অংশ হিসাবে শাহরুখ সর্বদা তাঁর দেহরক্ষী হিসাবে ছয় পুলিশ কমান্ডো পাবেন। সশস্ত্র দেহরক্ষীরা থাকবেন মহারাষ্ট্র পুলিশের বিশেষ সুরক্ষা ইউনিট থেকে। নিরাপত্তা বেষ্টনীর অংশ হিসাবে থাকবে এমপি-5, AK-47 অ্যাসল্ট রাইফেল, গ্লক পিস্তল। বাদশার বাসভবন পাহারা দেবেন চারজন সশস্ত্র পুলিশ।

আরও পড়ুনঃ Virat Kohli: বিশ্বকাপে নেমেই ‘বিরাট’ রেকর্ড গড়লেন কোহলি, যা নেই কোনও ভারতীয় ক্রিকেটারের

advertisement

আরও পড়ুনঃ বিয়ের আগেই সন্তানধারণ করেন নারীরা লিভ-ইন সম্পর্কও বেশ প্রচলিত; দেশের এই জায়গাতেই রয়েছে অদ্ভুত ঐতিহ্য

ইতিমধ্যেই ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে রেকর্ড তৈরি করছে  ব্লকবাস্টার ছবি ‘জওয়ান’। এটাই প্রথম হিন্দি ছবি, যা বক্স অফিসে ১১০০ কোটি টাকার মাইল ফলক ছুঁয়েছে। পাঠান এবং জওয়ানের সাফল্যের পরেই হুমকি  বেড়েছে।  বিশেষ আইজিপি (ভিআইপি) দিলীপ সাওয়ান্তের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ” আসন্ন এবং সম্ভাব্য হুমকির পরিপ্রেক্ষিতে এবং যে  কোনও অপ্রীতিকর ঘটনা এড়াতে শাহরুখ খানকে  Y+ নিরাপত্তার এসকর্ট স্কেল প্রদান করার জন্য অনুরোধ করা হচ্ছে।”

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

এর আগে গত বছর নভেম্বরে পাঞ্জাবি গায়ক সিধু মুজ ওয়ালার হত্যার পরে  সলমান খানের নিরাপত্তা  X থেকে Y+ এ উন্নীত করা হয়। ২০২০ সালে  শিবসেনা সাংসদ সঞ্জয় রাউতের সঙ্গে বিবাদের পরে কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ ফোর্স (CRPF) কঙ্গনা রানাউতকে Y+ নিরাপত্তা দেয়। এবার সেই তালিকায় সংযোজন শাহরুখ খানের নাম।

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Shah Rukh Khan: জওয়ান পাঠানের সাফল্যের পরেই লাগাতার হুমকি, বাড়ানো হল শাহরুখ খানের নিরাপত্তা... Y+ ক্যাটেগরির মোড়কে বাদশা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল