নিরাপত্তার অংশ হিসাবে শাহরুখ সর্বদা তাঁর দেহরক্ষী হিসাবে ছয় পুলিশ কমান্ডো পাবেন। সশস্ত্র দেহরক্ষীরা থাকবেন মহারাষ্ট্র পুলিশের বিশেষ সুরক্ষা ইউনিট থেকে। নিরাপত্তা বেষ্টনীর অংশ হিসাবে থাকবে এমপি-5, AK-47 অ্যাসল্ট রাইফেল, গ্লক পিস্তল। বাদশার বাসভবন পাহারা দেবেন চারজন সশস্ত্র পুলিশ।
আরও পড়ুনঃ Virat Kohli: বিশ্বকাপে নেমেই ‘বিরাট’ রেকর্ড গড়লেন কোহলি, যা নেই কোনও ভারতীয় ক্রিকেটারের
advertisement
ইতিমধ্যেই ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে রেকর্ড তৈরি করছে ব্লকবাস্টার ছবি ‘জওয়ান’। এটাই প্রথম হিন্দি ছবি, যা বক্স অফিসে ১১০০ কোটি টাকার মাইল ফলক ছুঁয়েছে। পাঠান এবং জওয়ানের সাফল্যের পরেই হুমকি বেড়েছে। বিশেষ আইজিপি (ভিআইপি) দিলীপ সাওয়ান্তের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ” আসন্ন এবং সম্ভাব্য হুমকির পরিপ্রেক্ষিতে এবং যে কোনও অপ্রীতিকর ঘটনা এড়াতে শাহরুখ খানকে Y+ নিরাপত্তার এসকর্ট স্কেল প্রদান করার জন্য অনুরোধ করা হচ্ছে।”
এর আগে গত বছর নভেম্বরে পাঞ্জাবি গায়ক সিধু মুজ ওয়ালার হত্যার পরে সলমান খানের নিরাপত্তা X থেকে Y+ এ উন্নীত করা হয়। ২০২০ সালে শিবসেনা সাংসদ সঞ্জয় রাউতের সঙ্গে বিবাদের পরে কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ ফোর্স (CRPF) কঙ্গনা রানাউতকে Y+ নিরাপত্তা দেয়। এবার সেই তালিকায় সংযোজন শাহরুখ খানের নাম।