ইমতিয়াজ আলি-র নতুন ছবি ‘দ্য রিং’-এর শ্যুটিংয়ে আপাতত ব্যস্ত রয়েছেন শাহরুখ খান ৷ এই ছবিতে শাহরুখের বিপরীতে দেখা যাবে অনুষ্কা শর্মাকে ৷
শাহরুখ খান সম্প্রতি ইনস্টাগ্রামে ছবি আপলোড করে জানিয়েছেন, ‘দারুণ ঠান্ডা এখানে ৷ উষ্ণ আলিঙ্গন চাই, নয়তো লেদার জ্যাকেট !’
শাহরুখের ইনস্টাগ্রাম দেখেই শাহরুখের অনুরাগীরা শাহরুখকে পাঠিয়ে দিলেন লেদার জ্যাকেট ! আর অজস্র ভালোবাসা !
advertisement
আরও পড়ুন
কেন মাকড়শা মানুষ সাজলেন শাহরুখ-আব্রাম !
শাহরুখ এখন খুব ব্যস্ত ! কোনও দিকে তাকানোর জো নেই বাদশা খানের ৷ পাইপ লাইনে একের পর এক ছবি ৷ মুক্তি পাওয়ার জন্য একেবারে তৈরি ‘রইস’ ৷ অন্যদিকে শ্যুটিং শেষ পরিচালক গৌরি সিন্ডের ‘ডিয়ার জিন্দেগি’ ৷ আর সে ছবি শেষ না হতেই ফের ছবির শ্যুটিংয়ে ব্যস্ত হয়ে পড়লেন শাহরুখ খান৷
কিছুদিন আগে মার্কিন যুক্তরাষ্ট্রে শাহরুখ খান উড়ে গিয়েছিলেন নিজের ছেলে আরিয়ানকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি করতে ৷ তারপর সেখানে আর দেরি করেননি শাহরুখ ৷ ছেলেকে ছেড়ে সোজা পৌঁছে গিয়েছেন প্রাগে ৷ সেখানেই চলছে পরিচালক ইমতিয়াজ আলির নতুন ছবির শ্যুটিং ৷ আর এই ছবিরই আপাতত শ্যুটিংয়ে ব্যস্ত শাহরুখ খান ৷
সম্প্রতি সেই শ্যুটিংয়ের ছবিই ইনস্টাগ্রামে আপলোড করা হল ৷ ছবিতে দেখা গেল গলায় টাই, নীল শার্ট ও কোর্ট পরে একেবারে কুল কায়দায় শাহরুখ ৷ চলছিল ছবির একটি গানের শ্যুটিং ৷
আরও পড়ুন
‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ রয়েছেন শাহরুখ খানও !
এই ছবিতে শাহরুখের সঙ্গে দেখা যাবে অনুষ্কা শর্মাকে ৷ জানা গিয়েছে, ছবির গল্প একেবারেই প্রেমের ৷ ইমতিয়াজের কথায়, এরকম ধরণের চরিত্রে আগে কখনও দেখা যায়নি শাহরুখকে ৷
ছবির শ্যুটিংয়ে ইউরোপে উড়ে গিয়েছেন শাহরুখ খান ৷ ইউরোপেতেই রয়েছেন অনুষ্কা শর্মা ৷ সঙ্গে অবশ্যই রয়েছেন পরিচালক ইমতিয়াজ আলি ৷ সবাই ব্যস্ত নতুন ছবির শ্যুটিংয়ে ৷
খবরে ছিল আগেই অনুষ্কা শর্মা ও শাহরুখ ফের জুটি বাঁধতে চলেছেন ৷ আর এবার ছবির পরিচালক ইমতিয়াজ আলি ! তবে এতদিন ছবি নিয়ে কোনও ধরণেই আপডেটই দিচ্ছিলেন না ইমতিয়াজ ৷ কৌতুহল বাড়িয়ে তোলার জন্যই নানা ভাবে এড়িয়ে যাচ্ছিলেন ছবির নানা কথা ৷ এমনকী, জানাচ্ছিলেন না ছবির নামও ৷
শেষমেশ ইমতিয়াজ মুখ খুললেন, ইউরোপের শ্যুটিং ফ্লোর থেকেই জানিয়ে দিলেন শাহরুখ ও অনুষ্কাকে নিয়ে তৈরি হওয়া ছবির নাম ‘দ্য রিং’ ! তা ছবির নাম ‘রিং’ কেন? শোনা গিয়েছে, এই ছবি একেবারেই নাকি রোমান্টিক ছবি ৷ তবে অন্যরকম প্রেমের গল্পই বলা হবে এই ছবিতে ৷ আর এই নামের মধ্যেই নাকি লুকিয়ে রয়েছে ছবির গোটা গল্প !