মুম্বইয়ে সমুদ্রের ধারে বান্দ্রায় শাহরুখ খানের বিলাসবহুল বাংলো রয়েছে মন্নত। শাহরুখ খানের এই বিলাসী বাড়িতে বিয়ে করতে চেয়ে অনেকেই প্রস্তাব দিয়েছেন নায়ককে। আর সেখানেই অদ্ভুত কিছু মজার উত্তর দিয়েছেন বাদশা। এক ফ্যানকে শাহরুখ জবাব দিয়েছেন, ‘বরযাত্রী যাওয়ার জন্য তোমার কাছে ঘোড়া আছে?’
আরও পড়ুন: সকালে খালি পেটে রাতভর ভেজানো খেজুর খান, মুক্তি মিলবে বহু রোগ থেকে!
আরেকজন ভক্তও শাহরুখকে বলেছেন, প্রেমিকার কাছে গিয়ে তাঁর হয়ে বিয়ের প্রস্তাব দিতে। সেই কথা শুনে শাহরুখ বলেছেন, ‘ভাই তোমার সমস্যা আরও বেড়ে যাবে, আমি গেলে তোমার আর কোনও সুযোগ থাকবে না’। ইন্ডাস্ট্রির নতুন বেঞ্চমার্ক যে আগামিতে ১০০০ কোটিই হতে চলেছে তা বুঝিয়ে দিলেন শাহরুখ খান। তাঁর জওয়ান ১০০০ কোটি টাকার বেশি ব্যবসা করে ফেলেছে গোটা বিশ্বে।
আরও পড়ুন: শাহরুখের সঙ্গে খারাপ সম্পর্ক, বছরের পর বছর কথা নেই কেন? মুখ খুললেন নানা পাটেকর
জন্মাষ্টমীতে মুক্তি পেয়েছিল জওয়ান। তারপর থেকে বক্স অফিস জুড়ে একটাই নাম- শাহরুখ খান! চলতি বছরে দুটো ব্লকবাস্টার দিয়েই খান্ত হবেন না কিং খান। বছর শেষে ফের একবার আসবেন অনুরাগীদের দিতে বিনোদনের হাই ডোজ। মুক্তি পাওয়ার কথা রয়েছে ডাঙ্কি সিনেমাটির। প্রথমবার রাজকুমার হিরানির পরিচালনায় কাজ করবেন কিং খান, সিনেমার নায়িকা তাপসী পান্নু। এছাড়াও রয়েছেন ভিকি কৌশল, ধর্মেন্দ্র।