কোটি কোটি টাকা কামাচ্ছে এই ছবি। আর শাহরুখ খান কত টাকা নিয়েছেন এই ছবিটি করার জন্য? টাকার অঙ্কটা শুনলে কিন্তু মাথা ঘুরে যাবে। সম্প্রতি পাপারাৎজি অ্যাকাউন্ট ভরিন্দর চাওলার ইনস্টাগ্রামে একটি পোস্ট ভাইরাল হয়েছে। সেখানে জানানো হয়েছে, জওয়ান করার জন্য শাহরুখ খান নিয়েছেন ১০০ কোটি টাকা। ছবির ৬০ শতাংশ লভ্যাংশও শাহরুখের। ছবিটির পরিবেশন রেড চিলিজ এন্টারটেনমেন্ট ও প্রযোজক স্ত্রী গৌরী খান।
advertisement
আরও পড়ুন: চিরকাল ‘লুকিয়ে’ সইফ-সোহার বোন সাবা আলি খান, কিন্তু কেন? ২৭০০ কোটির মালকিন কী কাজ করেন?
জওয়ান করতে বিজয় সেতুপতি নিয়েছেন ২১ কোটি টাকা। নয়নতারা ১০ কোটি, সান্যা মালহোত্রা ও প্রিয়মণি ৩ কোটি এবং দীপিকা পাড়ুকোন নিয়েছেন ১৫ কোটি টাকা। এদিকে জওয়ানের বক্স অফিস নম্বরও অবিশ্বাস্য় হয়ে উঠছে। যে পরিমান আয় করছে কিং খানের সিনেমা তা আগে কোনওদিন দেখেনি বলিউড। শনিবারে ব্যবসা বাড়ল প্রায় ৪০ শতাংশ।
sacnilk.com-এর রিপোর্ট অনুসারে, ৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার মুক্তির দিন জওয়ান ভারতের বাজারে ব্যবসা করেছিল ৭৫ কোটির। যার মধ্যে ৫.৫ কোটি এসেছিল তামিল থেকে ও ৪ কোটি তেলেগু থেকে। তবে শুক্রবার খানিকটা কমেছিল আয়। টাকার অঙ্ক ছিল ৫৩.২৩ কোটি। তবে শনিবার ফের রেকর্ড টিকিট বিক্রি হল জওয়ানের। প্রাথমিক রিপোর্ট বলছে, ৭৪.৫ কোটি আয় করল শাহরুখ খানের জওয়ান। যার মধ্যে তামিলে ৫ কোটি, আর তেলেগুতে ৩.৫ কোটি। অর্থাৎ হিন্দিতে ৬৬ কোটি।