বর্তমানে গৌরী একজন প্রসিদ্ধ ইন্টেরিয়ার ডিজাইনার৷ একটি বইও লিখেছেন শাহরুখ-পত্নী। নাম ‘মাই লাইফ ইন ডিজাইন’৷ সেই বই প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ‘বাদশা’৷ গৌরী কী ভাবে ইন্টেরিয়ার ডিজাইনার হয়ে উঠলেন, সেই গল্পই শোনালেন শাহরুখ৷ প্রাসাদোপম ‘মন্নত’ মুম্বইয়ের দর্শনীয় স্থানগুলির মধ্যে একটি। কিন্তু সেই বাড়িকে এক সময় সাজিয়ে তোলার খরচও জোগাড় করতে পারেননি শাহরুখ।
advertisement
বললেন বলিউডের ‘পাঠান’ বললেন, ‘‘আমরা প্রথম দিকে বুঝতেই পারিনি যে মুম্বইয়ের অ্যাপার্টমেন্টগুলোর দাম এত বেশি৷ আমরা আগে তাজের পাশে একটি বাড়িতে থাকতাম৷ সেটা আসলে আমার ডিরেক্টরের বাড়ি ছিল৷ তিনি বলেছিলেন যত দিন সিনেমা চলবে, তত দিন থাকতে পারব৷ এরপর যখনই একটু টাকা জমিয়েছি, মনে হয়েছি একটা বাড়ি কিনি৷”
শাহরুখ আরও যোগ করেন, “এই বাড়িটা আমাদের সাধ্যের বাইরেই ছিল বলা যায়৷ তার চেয়েও বড় কথা এটা তখন বাড়ির অনেকখানি ভাঙা ছিল৷ সেইসব সারিয়ে তুলতেও অনেক খরচ হয়ে যায়৷ ফলে সাজিয়ে তোলার মত আর সামর্থ্য আমাদের ছিল না’’
আরও পড়ুন: ‘মন্নত’-এ বিশেষ অতিথি! সময় বার করে দেখা করলেন শাহরুখ, কে এলেন তাঁর প্রাসাদে
খরচের বোঝা কমাতেই শাহরুখ স্ত্রীকে বলেন বাড়িটাকে সাজিয়ে তুলতে৷ অবশ্য প্রথমে তাঁরা একজন ডিজাইনারের সঙ্গেও যোগাযোগ করেন৷ ‘‘লাঞ্চ করতে করতে তিনি বললেন কী ভাবে সাজিয়ে দেবেন আমাদের বাড়িকে৷ শুনে বুঝলাম খরচ হবে আমার এক মাসের বেতনের চেয়েও বেশি’’, বললেন বাদশা৷ এ দিকে বাড়ি কেনাও সারা, সাজাতেও হবে৷ গৌরীর প্রতিভার উপরেই আস্থা ছিল শাহরুখের৷ তাই স্ত্রীকে বলেন, ‘‘তুমিই এ বাড়ি সাজিয়ে তোলো’’৷ মন্নতের সেজে ওঠার পালা শুরু হল তখন থেকেই৷ টাকা জমিয়ে ছোট ছোট জিনিস কিনে স্বামী-স্ত্রী মিলে সাজিয়ে তোলেন স্বপ্নের মন্নত৷