Shah Rukh Khan: 'মন্নত'-এ বিশেষ অতিথি! সময় বার করে দেখা করলেন শাহরুখ, কে এলেন তাঁর প্রাসাদে
- Published by:Sanchari Kar
- news18 bangla
Last Updated:
Shah Rukh Khan: মার্কিন রাষ্ট্রদূত এরিক গারসেটি দেখা করলেন শাহরুখের সঙ্গে। দু'জনের সাক্ষাতের সময় উপস্থিত ছিলেন অভিনেতার স্ত্রী গৌরী খানও।
কলকাতা: ‘মন্নত’-এ বিশেষ অতিথি। ব্যস্ত রুটিন থেকে সময় বার করে তাঁর সঙ্গে দেখাও করলেন শাহরুখ খান। লেন্সবন্দিও হলেন তাঁর সঙ্গে।
মার্কিন রাষ্ট্রদূত এরিক গারসেটি দেখা করলেন শাহরুখের সঙ্গে। দু’জনের সাক্ষাতের সময় উপস্থিত ছিলেন অভিনেতার স্ত্রী গৌরী খানও। শাহরুখের পরনে ছিল কালো টি শার্ট, ট্রাউজার। মাথায় টুপি। মুম্বই থেকে দেশ-বিদেশের সিনেমা, এরিকের সঙ্গে নানা বিষয়ে কথা হয় শাহরুখের। ‘বাদশা’-র সঙ্গে সাক্ষাতে খুশি মার্কিন রাষ্ট্রদূতও।
এরিকের কথায়, “সুপারস্টার শাহরুখ খানের সঙ্গে তাঁর বাসভবন মন্নত-এ কথা হল। মুম্বইয়ের ফিল্ম ইন্ডাস্ট্রি সম্পর্কে অনেক কিছু জানলাম। বিশ্বের সংস্কৃতির ক্ষেত্রে হলিউড এবং বলিউডের কতটা প্রভাব, সে বিষয়েও আলোচনা হল।” ভারতে এসে আপাতত সময় কাটাচ্ছেন এরিক। বরা পাও থেকে সোলকাড়ি, সব রকম খাবারের স্বাদ নিচ্ছেন তিনি।
advertisement
advertisement
US Ambassador to India, Eric Garcetti met Shah Rukh Khan.
“Had a wonderful chat with superstar Shah Rukh Khan at his residence Mannat, learning more about the film industry in Mumbai and discussing the huge cultural impact of Hollywood and Bollywood across the globe,” he… pic.twitter.com/NRIZgE8iAl
— ANI (@ANI) May 16, 2023
advertisement
আরও পড়ুন-দমবন্ধ করা ভিড়! হাজারো লোকের মধ্যে সন্তানকে ঠেলে দেওয়ার চেষ্টা, বাধ্য হয়ে যা করলেন অরিজিৎ!
দিন কয়েক আগেই কাশ্মীর থেকে ‘ডানকি’-র শ্যুট সেরে মুম্বই ফিরেছেন শাহরুখ। আপাতত একাধিক কাজ নিয়ে ব্যস্ত তিনি। শোনা গিয়েছে, ‘ডন ৩’ থেকে সরে দাঁড়িয়েছেন অভিনেতা। অভিনেতার এক ঘনিষ্ঠ মুম্বইয়ের সংবাদমাধ্যমকে জানিয়েছেন, এই মুহূর্তে বাণিজ্যিক ছবিতে অভিনয় করতে শাহরুখ। যা সারা পৃথিবীর দর্শকই উপভোগ করতে পারবেন। আগামী কয়েক বছর তিনি যে ধরনের ছবি করতে চান, ‘ডন ৩’ সেই ধারার ছবি নয়। সেই কারণেই ‘ডন ৩’ থেকে সরে দাঁড়িয়েছেন ‘বাদশা’।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 17, 2023 12:01 PM IST