শাহরুখের (Shah Rukh Khan) একটি ছবি পোস্ট করে ক্যাপশনে উষসী লিখছেন, "আমার ছোটবেলা এমনকি বড়বেলারও বেশ কিছুটা ছিল বড্ড বেশী বিষন্ন। যখনই তোমাকে দেখতাম বিষন্নতা চলে গিয়ে ফুটফুটে আলো ফুটে উঠত চরাচরে। আলো আমার আলো, কখনও বোঝাতে পারব না তোমাকে ঠিক কত্তটা ভালবাসি। প্রিয়তম হে ভালো থেকো"।
গত একমাস শাহরুখের জন্য খুব কঠিন সময় ছিল। মাদককাণ্ডে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর কাছে গ্রেফতার হয়ে জেলে ছিলেন শাহরুখ পুত্র আরিয়ান খান। সেই সময়ে নিন্দুকরা শাহরুখের বিরুদ্ধেও নানা রকমের পোস্ট করেছিলেন। তখনও উষসী একটি পোস্ট করেছিলেন কিং খানের সমর্থনে। তিনি লিখেছিলেন, "আমি এসআরকে-র ভক্ত এবং আমি ওঁকে ভালোবাসি। আমি চাই ও শক্তিশালী থাকুক ওঁর এই বিপদের দিনে। আর যারা ট্রোল করছেন তারা এটা ভাববেন না যে আমি মাদককে সমর্থন করছি।"
advertisement
আরও পড়ুন- মন্নত-এর সামনে ভক্তদের ভিড়! কিন্তু জন্মদিনে আজ কি দেখা দেবেন শাহরুখ
আরিয়ান জেল থেকে মুক্ত হওয়ার পরেও একটি পোস্ট করেছিলেন উষসী (Ushasie Chakraborty)। তিনি লিখেছিলেন, "আমি আমার দেশকে ভালোবাসি আর ভারতের বিচার ব্যবস্থার উপরে আমার বিশ্বাস আছে। ন্যায়বিচারের জয় হোক। আমি এসআরকে-র ভক্ত ছিলাম ও থাকব।"
আরও পড়ুন- পিসি হলেন সুস্মিতা সেন, সামাজিক মাধ্যমে উচ্ছ্বসিত পোস্ট প্রাক্তন বিশ্বসুন্দরীর
প্রসঙ্গত, প্রতি বছর শাহরুখের বাড়ি মন্নত-এর (Mannat) সামনে ভিড় করা তাঁর ভক্তদের কাছে একটি রীতি হয়ে দাঁড়িয়েছে। সেই অগুন্তি মানুষের সামনে এসে মন্নত-এর ছাদ থেকে শুভেচ্ছা গ্রহণ করেন কিং খান। এবারও সেই রীতি মেনেই মন্নত-এর সামনে জড়ো হয়েছেন শাহরুখের ভক্তরা। কিন্তু এবার খোদ শাহরুখ নেই মন্নত-এ। পরিবার নিয়ে আলিবাগের বাগানবাড়িতে সময় কাটাতে গিয়েছেন শাহরুখ।