বাজিগর, দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে, বাজিগর, করণ অর্জুন- শাহরুখ তখন সাফল্যের চুড়ায়। কিন্তু সহকর্মী শাহরুখ? তিনি কেমন? আদিত্যের কথায়, "শাহরুখ ভাইয়ের সঙ্গে অনেক সুন্দর স্মৃতি আছে। আমরা যখন পরদেশ করছি, তখন উনি সুপারস্টার। মনে আছে, শাহরুখ ভাই অন্য একটি ছবির শ্যুট করছিলেন। উনি যখন সেটে আসতেন, ওঁর ভ্যানিটি ভ্যান তৈরি থাকত না। উনি ঘরের এক কোণে ব্যাগ রাখতেন, মেঝেতে কাপড় পাততেন, শুয়ে পড়তেন। কাজের প্রতি ওঁর নিষ্ঠা দেখে অবাক হতাম।"
advertisement
আরও পড়ুন: চোখের ইশারায় কুপোকাত করেছিলেন প্রিয়া! এই দৌড়ে পিছিয়ে নেই বলিসুন্দরীরাও
আরও পড়ুন: মালতির প্রথম ভারত সফর! দীর্ঘ ৩ বছর বাদে দেশে ফিরছেন প্রিয়াঙ্কা
তারকা হলেও তারকাসুলভ আচরণ ছিল না। শাহরুখকে নিয়ে এমনই উপলব্ধি আদিত্যের। শ্যুটের ফাঁকেই নাকি আড্ডার আসর বসাতেন কিং খান। ক্রিকেট, ফুটবল খেলতেন সহকর্মীদের সঙ্গে। শাহরুখকে নিয়ে এমন অসংখ্য স্মৃতি আদিত্যের মনে উজ্জ্বল। পরদেশের শ্যুটের শেষ দিনের পার্টির কথাও ভুলতে পারেননি গায়ক-অভিনেতা। বিস্মিত হয়েছিলেন শাহরুখের সংযম দেখে। আদিত্য বললেন, "প্যাক আপের দিন ছিল। বেঙ্গালুরুর একটি হোটেলে পার্টি দেওয়া হয়েছিল। আমরা ডান্স ফ্লোরে নাচানাচি করছিলাম। প্রচুর সুন্দরী মহিলা শাহরুখের গায়ে পড়ছিলেন। তাঁরা শাহরুখের সঙ্গে নাচ করতে চাইছিলেন। কিন্তু উনি কাউকে পাত্তা না দিয়ে আমার সঙ্গে নাচ করছিলেন।"
২ নভেম্বর। জীবনের নতুন বছরে পা রাখলেন শাহরুখ। তাঁকে শুভেচ্ছা জানিয়ে আদিত্য বললেন, "শাহরুখকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। বিশ্বের অন্যতম জনপ্রিয় তারকাদের মধ্যে তিনি একজন। এই সাফল্য সত্যিই তাঁর প্রাপ্য।"