শাহরুখ খানের এই পোস্ট দেখে সলমান খানও উচ্ছ্বসিত। তিনি ট্যুইট করেছেন, 'আজকের পার্টি শাহরুখের তরফে। তোমার নতুন ওটিটি অ্যাপের জন্য তোমাকে শুভেচ্ছা।' পরিচালক অনুরাগ কাশ্যপ ট্যুইট করে লিখেছেন, 'স্বপ্ন সত্যি হল। শাহরুখের সঙ্গে যৌথ কাজ করতে চলেছি, ওঁর নতুন ওটিটি অ্যাপ এসএরকে প্লাসে'। করণ জোহরও ট্যুইটে লিখেছেন, 'বছরের সবচেয়ে বড় খবর, এটা ওটিটির মুখ বদলে দিতে আসছে। দারুণ উচ্ছ্বসিত'।
advertisement
আরও পড়ুন: কৃতির নতুন ছবি দেখে হৃদস্পন্দন বাড়ছে ভক্তদের, আপনি দেখেছেন?
আরও পড়ুন: আপনার পোষ্যের ক্যান্সার নেই তো? এই লক্ষণগুলি থাকলে সাবধানতা নিন
বড় ছেলে আরিয়ান খান মাদককাণ্ডে গ্রেফতারি ও পরে জামিনের সময়কালে মাসখানেক নিস্তব্ধ থেকে ফের স্বমহিমায় ধরা দিয়েছেন শাহরুখ খান। 'পাঠান'-এর টিজার প্রকাশ্যে আসার পর থেকেই কিং খানের প্রত্যাবর্তন নিয়ে উন্মাদনা তুঙ্গে। সম্প্রতি স্পেনে সেই ছবির শ্যুটিংয়ে গিয়েছিলেন শাহরুখ খান। শত কর্মব্যস্ততার মাঝেই মঙ্গলবার আরও এক সুখবর দিলেন অনুরাগীদের। এবার ওটিটি প্ল্যাটফর্ম লঞ্চ করতে চলেছেন কিং খান। নাম SRK+।
২০১৮ সালে 'জিরো'র পর ফের বড়পর্দায় 'পাঠান' দিয়ে কামব্যাক করছেন এসআরকে। পরিচালক সিদ্ধার্থ আনন্দের ছবি 'পাঠান' দিয়েই ফিরছেন তিনি। ছবিতে শাহরুখের পাশাপাশি দেখা যাবে দীপিকা পাড়ুকোন এবং জন আব্রাহামকে। 'ওম শান্তি ওম' এবং 'চেন্নাই এক্সপ্রেসের' পর তৃতীয়বার শাহরুখের সঙ্গে পাঠান ছবিতে দেখা যাবে দীপিকা পাড়ুকোনকে।