Cancer in Your Pet: আপনার পোষ্যের ক্যান্সার নেই তো? এই লক্ষণগুলি থাকলে সাবধানতা নিন
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
ওরা তো কোনও লক্ষণের কথা বলতে পারবে না (Cancer in Your Pet)।
মানুষের সঙ্গে কুকুরের বন্ধুত্বের কথা সবারই জানা। এই বন্ধনের কথা বিভিন্ন সময় শোনা গিয়েছে সত্যিকারের ঘটনাতেও (Cancer in Your Pet)। তবে জানেন কি, পোষ্যদেরও ক্যান্সার হয়? পোষ্য কুকুর বা বিড়ালের ক্যান্সার হলে কী ভাবে বুঝবেন সেটা? ওরা তো কোনও লক্ষণের কথা বলতে পারবে না (Cancer in Your Pet)। আসলে পোষ্যদের কয়েকটি লক্ষণ দেখে সেটি বুঝতে হবে। জেনে নিন, কোন কোন উপসর্গে অবশ্যই নিজের পোষ্যকে চিকিৎসকের কাছে নিয়ে যাবেন... (Cancer in Your Pet)