Cancer in Your Pet: আপনার পোষ্যের ক্যান্সার নেই তো? এই লক্ষণগুলি থাকলে সাবধানতা নিন

Last Updated:
ওরা তো কোনও লক্ষণের কথা বলতে পারবে না (Cancer in Your Pet)।
1/6
মানুষের সঙ্গে কুকুরের বন্ধুত্বের কথা সবারই জানা। এই বন্ধনের কথা বিভিন্ন সময় শোনা গিয়েছে সত্যিকারের ঘটনাতেও (Cancer in Your Pet)। তবে জানেন কি, পোষ্যদেরও ক্যান্সার হয়? পোষ্য কুকুর বা বিড়ালের ক্যান্সার হলে কী ভাবে বুঝবেন সেটা? ওরা তো কোনও লক্ষণের কথা বলতে পারবে না (Cancer in Your Pet)।  আসলে পোষ্যদের কয়েকটি লক্ষণ দেখে সেটি বুঝতে হবে। জেনে নিন, কোন কোন উপসর্গে অবশ্যই নিজের পোষ্যকে চিকিৎসকের কাছে নিয়ে যাবেন... (Cancer in Your Pet)
মানুষের সঙ্গে কুকুরের বন্ধুত্বের কথা সবারই জানা। এই বন্ধনের কথা বিভিন্ন সময় শোনা গিয়েছে সত্যিকারের ঘটনাতেও (Cancer in Your Pet)। তবে জানেন কি, পোষ্যদেরও ক্যান্সার হয়? পোষ্য কুকুর বা বিড়ালের ক্যান্সার হলে কী ভাবে বুঝবেন সেটা? ওরা তো কোনও লক্ষণের কথা বলতে পারবে না (Cancer in Your Pet)। আসলে পোষ্যদের কয়েকটি লক্ষণ দেখে সেটি বুঝতে হবে। জেনে নিন, কোন কোন উপসর্গে অবশ্যই নিজের পোষ্যকে চিকিৎসকের কাছে নিয়ে যাবেন... (Cancer in Your Pet)
2/6
ক্যান্সার সারিয়ে তোলা না গেলেও, চিকিৎসা করে অনেকটাই সুস্থ থাকা যায়। ফলে নিজের পোষ্যের এমন কোনও লক্ষণ দেখলে অবশ্যই সেটা খেয়াল রাখুন এবং তাকে সুস্থ করার চেষ্টা করুন।
ক্যান্সার সারিয়ে তোলা না গেলেও, চিকিৎসা করে অনেকটাই সুস্থ থাকা যায়। ফলে নিজের পোষ্যের এমন কোনও লক্ষণ দেখলে অবশ্যই সেটা খেয়াল রাখুন এবং তাকে সুস্থ করার চেষ্টা করুন।
3/6
খিদে কমে যাওয়া-- আপনার পোষ্য কি যতটা রোজ খায়, সেটাই খাচ্ছে? নাকি খাওয়ার পরিমাণ কমে গিয়েছে? বা খাবার অনেকটাই বেশি করে খাচ্ছে? প্রিয় খাবার দিলেও খাচ্ছে না? এর কারণ হতে পারে কিডনির সমস্যা, আর্থারাইটিস বা ক্যান্সার।
খিদে কমে যাওয়া-- আপনার পোষ্য কি যতটা রোজ খায়, সেটাই খাচ্ছে? নাকি খাওয়ার পরিমাণ কমে গিয়েছে? বা খাবার অনেকটাই বেশি করে খাচ্ছে? প্রিয় খাবার দিলেও খাচ্ছে না? এর কারণ হতে পারে কিডনির সমস্যা, আর্থারাইটিস বা ক্যান্সার।
4/6
চামড়ার মধ্যে দলা-- আমাদের শরীরে যেমন চামড়ার বিভিন্ন জায়গায় দলা পাকে, তেমনই কুকুর বা বিড়ালের চামড়াতেও এমন লাম্প দেখা যায়। সেটি খেয়াল রাখুন। গলা, কোমড়, পেটের কাছে চামড়ায় হাত দিয়ে অবশ্যই এটি খেয়াল রাখুন।
চামড়ার মধ্যে দলা-- আমাদের শরীরে যেমন চামড়ার বিভিন্ন জায়গায় দলা পাকে, তেমনই কুকুর বা বিড়ালের চামড়াতেও এমন লাম্প দেখা যায়। সেটি খেয়াল রাখুন। গলা, কোমড়, পেটের কাছে চামড়ায় হাত দিয়ে অবশ্যই এটি খেয়াল রাখুন।
5/6
হাঁটতে অসুবিধে-- কুকুরদের আর্থারাইটিস হয়। অস্টিওসারকোমা কুকুরদেের হাড়ের সবচেয়ে পরিচিত ক্যান্সার।
হাঁটতে অসুবিধে-- কুকুরদের আর্থারাইটিস হয়। অস্টিওসারকোমা কুকুরদেের হাড়ের সবচেয়ে পরিচিত ক্যান্সার।
6/6
লম্বা হাড় ও মাংসপেশিতেই কুকুরদের ক্যান্সার হয়। ফলে কুকুরের হাঁটতে অসুবিধে হলে, বা সারাক্ষণ শুয়ে থাকলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।
লম্বা হাড় ও মাংসপেশিতেই কুকুরদের ক্যান্সার হয়। ফলে কুকুরের হাঁটতে অসুবিধে হলে, বা সারাক্ষণ শুয়ে থাকলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।