বেশ কয়েক বছর আগের কথা। শাহরুখ এবং প্রিয়াঙ্কার সঙ্গে 'ডন ২'-এ অভিনয় করেছিলেন ব্রিটিশ অভিনেতা। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেতাদের প্লাস্টিক সার্জারি, ফিলার, বোটক্স নিয়ে কথা বলেন তিনি। আলি বলেন, "এদের কাছে প্রচুর পয়সা। আপনার মনে হয় এরা কিছু করায় না?'
আরও পড়ুন: কাশ্মীর ফাইলস থেকে গাঙ্গুবাই, অস্কার নমিনেশনের জন্য যুদ্ধে একাধিক ভারতীয় ছবি!
advertisement
আরও পড়ুন: ট্রেলার মুক্তি পেতেই ১ মিলিয়ন ভিউ! বনবাস ছেড়ে পাঠানের ধমাকা! বিতর্কের মাঝে বাদশার অ্যাকশন
তবে কি ইন্ডাস্ট্রিতে প্রত্যেকেই সার্জারি করান? প্রশ্ন করা হয় তাঁকে। আলির উত্তর, "ওদের প্রত্যেকের বয়স ৫০-এর উপর। কেউ কেউ আবার ৫৫-র বেশি। শাহরুখের চেহারা দেখুন, মুখ দেখুন। প্রিয়াঙ্কাকে দেখুন। ওর বয়স ৪০। ও নিজের খেয়াল রাখে। নিজের ফিটনেস, ডায়েট, স্বাস্থ্য এবং অবশ্যই কসমেটিক্সের খেয়াল রাখে।"
প্লাস্টিক সার্জারি বলিউড তারকাদের কাছে নতুন বিষয় নয়। তবে কি সত্যিই সেই পথে হেঁটেছেন শাহরুখ-প্রিয়াঙ্কা? প্রশ্ন উঠছে অনুরাগীমহলে।