শাহরুখ খানের ভক্তদের মন ভালো হয়ে যাওয়া ছবি (Shah Rukh Khan)। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে কিং খানের নতুন এই ছবি। গত বুধবারও তাঁর পরবর্তী ছবি 'পাঠান'-এর সেট থেকে একটি ছবি নজর কেড়েছিল নেটিজেনের। জন আব্রাহাম ও দীপিকা পাড়ুকোনের সঙ্গে স্পেনে নিজের পরের ছবির শ্যুটিংয়ে ব্যস্ত ছিলেন শাহরুখ। সেখান থেকেই কতগুলি ছবি ফাঁস হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। খালি গায়ে, বড় চুল এবং আটটি অ্যাব দেখিয়ে শাহরুখের এমন ছকভাঙা ছবি মন জয় করেছিল ভক্তদের।
advertisement
আরও পড়ুন: কানাঘুষোয় শিলমোহর, নতুন অধ্যায় শুরু করতে চলেছেন শাহরুখ খান!
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল দীপিকা পাড়ুকোনেরও কয়েকটি ছবি। কমলা জ্যাকেট ও নতুন হেয়ারস্টাইলে দেখা গিয়েছিল দীপিকাকে। সঙ্গে ছিলেন শাহরুখ খানও। জ্যাকেট ও টুপি পরে ছিলেন শাহরুখ। গতকালই শাহরুখ নিজের ডিজিটাল প্ল্যাটফর্ম লঞ্চের কথা ঘোষণা করেছেন। খুব শিগগিরিই বিনোদনে ভরপুর সেই ওটিটি চ্যানেল লঞ্চ করতে চলেছেন তিনি। ট্যুইট করে শাহরুখ লিখেছেন, ''কুছ কুছ হোনে ওয়ালা হ্যায় ওটিটি কি দুনিয়া ম্যায়'। যার বাংলা তর্জমা করলে হয়, 'ওটিটি দুনিয়ায় কিছু একটা হতে চলেছে।' নিজের ছবি পোস্ট করে উজ্জ্বল হরফে লেখা, 'এসআরকে প্লাস'। কিং খান ছবি শেয়ার করতেই নেটদুনিয়ায় হইচই পড়ে গিয়েছে'।
আরও পড়ুন: গরমের দুপুরে আরও উত্তাপ বাড়ালেন মালাইকা অরোরা, এই ছবিগুলি মিস করবেন না...
২০১৮ সালে 'জিরো'র পর ফের বড়পর্দায় 'পাঠান' দিয়ে কামব্যাক করছেন এসআরকে। পরিচালক সিদ্ধার্থ আনন্দের ছবি 'পাঠান' দিয়েই ফিরছেন তিনি। ছবিতে শাহরুখের পাশাপাশি দেখা যাবে দীপিকা পাড়ুকোন এবং জন আব্রাহামকে। 'ওম শান্তি ওম' এবং 'চেন্নাই এক্সপ্রেসের' পর তৃতীয়বার শাহরুখের সঙ্গে পাঠান ছবিতে দেখা যাবে দীপিকা পাড়ুকোনকে।