Shah Rukh Khan OTT: কানাঘুষোয় শিলমোহর, নতুন অধ্যায় শুরু করতে চলেছেন শাহরুখ খান!

Last Updated:

কিং খান ছবি শেয়ার করতেই নেটদুনিয়ায় হইচই পড়ে গিয়েছে (Shah Rukh Khan OTT)।

Shah Rukh Khan OTT
Shah Rukh Khan OTT
#মুম্বই: শাহরুখ খানের ভক্তদের জন্য দারুণ খবর। এসআরকে প্লাস নামে ডিজিটাল দুনিয়ায় এবার আস্ত একটা প্ল্যাটফর্মের মালিক হতে চলেছেন বলিউড বাদশা (Shah Rukh Khan OTT)। খুব শিগগিরিই বিনোদনে ভরপুর সেই ওটিটি চ্যানেল লঞ্চ করতে চলেছেন তিনি (Shah Rukh Khan OTT)। ট্যুইট করেছেন শাহরুখ (Shah Rukh Khan) নিজেই। লিখেছেন, 'কুছ কুছ হোনে ওয়ালা হ্যায় ওটিটি কি দুনিয়া ম্যায়'। যার বাংলা তর্জমা করলে হয়, 'ওটিটি দুনিয়ায় কিছু একটা হতে চলেছে।' নিজের ছবি পোস্ট করে উজ্জ্বল হরফে লেখা, 'এসআরকে প্লাস'। কিং খান ছবি শেয়ার করতেই নেটদুনিয়ায় হইচই পড়ে গিয়েছে (Shah Rukh Khan OTT)।
শাহরুখ খানের এই পোস্ট দেখে সলমান খানও উচ্ছ্বসিত। তিনি ট্যুইট করেছেন, 'আজকের পার্টি শাহরুখের তরফে। তোমার নতুন ওটিটি অ্যাপের জন্য তোমাকে শুভেচ্ছা।' পরিচালক অনুরাগ কাশ্যপ ট্যুইট করে লিখেছেন, 'স্বপ্ন সত্যি হল। শাহরুখের সঙ্গে যৌথ কাজ করতে চলেছি, ওঁর নতুন ওটিটি অ্যাপ এসএরকে প্লাসে'। করণ জোহরও ট্যুইটে লিখেছেন, 'বছরের সবচেয়ে বড় খবর, এটা ওটিটির মুখ বদলে দিতে আসছে। দারুণ উচ্ছ্বসিত'।
advertisement
advertisement
View this post on Instagram

A post shared by Shah Rukh Khan (@iamsrk)

advertisement
advertisement
আরও পড়ুন: আপনার পোষ্যের ক্যান্সার নেই তো? এই লক্ষণগুলি থাকলে সাবধানতা নিন
বড় ছেলে আরিয়ান খান মাদককাণ্ডে গ্রেফতারি ও পরে জামিনের সময়কালে মাসখানেক নিস্তব্ধ থেকে ফের স্বমহিমায় ধরা দিয়েছেন শাহরুখ খান। 'পাঠান'-এর টিজার প্রকাশ্যে আসার পর থেকেই কিং খানের প্রত্যাবর্তন নিয়ে উন্মাদনা তুঙ্গে। সম্প্রতি স্পেনে সেই ছবির শ্যুটিংয়ে গিয়েছিলেন শাহরুখ খান। শত কর্মব্যস্ততার মাঝেই মঙ্গলবার আরও এক সুখবর দিলেন অনুরাগীদের। এবার ওটিটি প্ল্যাটফর্ম লঞ্চ করতে চলেছেন কিং খান। নাম SRK+।
advertisement
২০১৮ সালে 'জিরো'র পর ফের বড়পর্দায় 'পাঠান' দিয়ে কামব্যাক করছেন এসআরকে। পরিচালক সিদ্ধার্থ আনন্দের ছবি 'পাঠান' দিয়েই ফিরছেন তিনি। ছবিতে শাহরুখের পাশাপাশি দেখা যাবে দীপিকা পাড়ুকোন এবং জন আব্রাহামকে। 'ওম শান্তি ওম' এবং 'চেন্নাই এক্সপ্রেসের' পর তৃতীয়বার শাহরুখের সঙ্গে পাঠান ছবিতে দেখা যাবে দীপিকা পাড়ুকোনকে।
বাংলা খবর/ খবর/বিনোদন/
Shah Rukh Khan OTT: কানাঘুষোয় শিলমোহর, নতুন অধ্যায় শুরু করতে চলেছেন শাহরুখ খান!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement