একদিন সমাজমাধ্যমের পাতায় ভেসে উঠল তাঁর লেখা কয়েকটি লাইন, ‘কারা যেনো কমেন্ট করতে? ‘সিরিয়াল পায়না তাই ভ্লগ করে! কে নেবে ওকে সিরিয়ালে’! তার সব কই? … নিজেকে জিজ্ঞেস করো যে তুমি কতটা নিচে নেমে গিয়েছ যে, এই সব কমেন্ট নির্ধিধায় করতে পারো! রোজ তোমাদের নেগেটিভ কমেন্ট গুলো দেখতাম আর ভাবতাম আমি সত্যি হয়তো কাজ পাবনা,তোমাদের করা কমেন্ট গুলো রাতে শুয়ে পড়তে পড়তে এমন ও আমার মনে হয়ছে শে*ষ করেদি নিজে কে! কারন আমার যে কাজ নেই…সারাদিন বাড়িতে ডিপ্রেশনে থাকতাম,কাউ কে বুঝতে দিতাম না ভেতরে কি চলছে আমার, ভাবো তো যদি সেদিন সত্যি নিজে কে শে*ষ করেদিতাম….তাহলে এই দিন টা আসতো?’
advertisement
(মূল পোস্টের বানান অপরিবর্তিত)
নিউজ১৮ বাংলার তরফ থেকে প্রশ্ন করা হলে সায়ক স্পষ্ট জানান, অভিনয়টা তাঁর খিদে। তিনি কখনওই বিরাট কোনও চরিত্র বা বড় পর্দায় অভিনয়ের কথা বলেননি। কিন্তু অভিনয় করে যেতে চেয়েছেন। অভিনয়ের জন্যই তাঁর এ যাপন। তাই দিনের শেষে এইধরনের নেতিবাচকতা যে কোনও মানুষের মনোবল ভেঙে দেওয়ার পক্ষেই যথেষ্ট। কখনও কখনও এই ধরনের ট্রোলিং মানুষকে চরম সিদ্ধান্তের পথেই নিয়ে যায়।
বর্তমানে দুই প্রথম সারির বাণিজ্যিক চ্যানেলের দু-টি ধারাবাহিকে কাজ করছেন সায়ক চক্রবর্তী। তাঁকে দেখা যাচ্ছে ‘চিরসখা’ আর ‘তুই আমার হিরো’ ধারাবাহিকে। পাশাপাশি ভাগ করে নিচ্ছেন ব্যক্তিগত মুহূর্তযাপন। ব্যস্তসময়ের ফাঁকে অনুরাগীদের কমেন্টের উত্তর দিচ্ছেন যথাসাধ্য। তবে নেতিবাচক মন্তব্য তাঁর মনোবল যতই ভাঙুক, তার যোগ্য প্রত্যুত্তর তিনি দেননি। বরং প্রমাণ করেছেন, ‘এভাবেও ফিরে আসা যায়…’
(DISCLAIMER:This news piece may be triggering. If you or someone you know needs help, call any of these helplines: Aasra (Mumbai) 022-27546669, Sneha (Chennai) 044-24640050, Sumaitri (Delhi) 011-23389090, Cooj (Goa) 0832- 2252525, Jeevan (Jamshedpur) 065-76453841, Pratheeksha (Kochi) 048-42448830, Maithri (Kochi) 0484-2540530, Roshni (Hyderabad) 040-66202000, Lifeline 033-64643267 (Kolkata))