এই যেমন ভাত কাপড়ের সময় দর্শনাকে পায়ে হাত দিয়ে প্রণাম করেন সৌরভ। বিয়েতে অন্য রকম কিছু আজকাল প্রায় চোখে পড়ে! দীপিকা সিঁদুর পরেছিলেন বলে দেখা গিয়েছিল রণবীর সিংকেও সিঁদুর পরতে। অর্থাৎ বিয়ে শুধু ছেলে বা মেয়ের একার নয়। সব কিছুতেই দু’জনের সমান দায়িত্ব! তেমনটাই দর্শনা ও সৌরভের ক্ষেত্রেও! এর পর দ্বিরাগমনের পালা! সাধারণত আট দিনের মাথায় জোড় খুলতে অষ্টমঙ্গলাতে বাপের বাড়ি যায় মেয়ে জামাই!
advertisement
তবে দর্শনা গিয়েছেন তিন দিনের মাথায়! আর এটাই তাদের রীতি! তবে জোড় খুলতে বাড়ি যাওয়ার সময় দর্শনার সাজ ছিল একেবারেই সাদামাটা! যদিও নিজের ফেসবুক রিলে সে কথা জানান দর্শনা নিজেই!
আরও পড়ুন: ‘জামাল কুদু’ গানের এই ভাইরাল মেয়ে আসলে কে? পরিচয় জানলে চমকে যাবেন
একটি ভিডিও শেয়ার করেন তিনি। সেখানে দর্শনা বলছেন, ঘুম থেকে উঠেই কফি খেয়েছেন। উঠতে দেরি হয়ে যায় বলে কোনও রকমে সৌরভের দেওয়া একটি লাল শাড়ি পড়েই চলে এসেছেন তিনি। এক ফোটা মেক-আপ নেই! তবে তার মধ্যেও যেন অপরূপা দর্শনা! এই ভিডিওতে বহু মানুষ তাদের নতুন জীবনের শুভেচ্ছা জানিয়েছেন!