ইতিমধ্যেই শেষ হয়েছে ‘রক্তবীজ’-এর শ্যুটিং। হাতে রয়েছে দেবের ‘ব্যোমকেশ ও দুর্গরহস্য’। শ্যুটের স্বার্থে মাঝেমধ্যেই শহর ছাড়ছেন সত্যম। তবে তার মাঝেই চলছে নাটকের মহড়া। মাঝে আর মাত্র একটি দিন। ৪ জুন, রবিবার জ্ঞান মঞ্চে মঞ্চস্থ হতে চলেছে কলকাতার জনপ্রিয় থিয়েটার গ্রুপ ‘হিপোক্রিটস’-এর নাটক। ইতালির নোবেলজয়ী লেখক লুইগি পিরান্দেলোর কাহিনি অবলম্বনে তৈরি হয়েছে ‘তবে তাই’। আপাতত তারই প্রস্তুতি মেতে আছেনবল্লভপুরের ‘ভূপতি’।
advertisement
আশুতোষ কলেজে পড়াকালীন সত্যম এবং তাঁর সঙ্গীদের চেষ্টায় তৈরি হয় ‘হিপোক্রিটস’। দেখতে দেখতে ১৩ বছর পার। এর পর মঞ্চ পেরিয়ে পর্দায় আবির্ভাব সত্যমের। তবে ছবি নিয়ে তুমুল ব্যস্ততার মাঝেও থিয়েটারের জন্য সময় বরাদ্দ থাকে তাঁর রুটিনে। সত্যমের কথায়, ‘এটা আমাদের এই নাটকটি দ্বিতীয় শো। স্বাভাবিক ভাবেই দায়িত্ব বেড়ে যায়। তাই সিনেমা নিয়ে ব্যস্ততার মাঝেও সময় বার করছি। কারণ সিনেমা বা ওয়েব সিরিজের মতোই নাটকও আমার কাছে সমান গুরুত্বপূর্ণ।”
আরও পড়ুন: জুনে OTT-তে বড় চমক! স্কুপ থেকে নাইট ম্যানেজার ২, কবে কী দেখবেন? বানিয়ে নিন তালিকা
আরও পড়ুন: হু হু কমল নম্বর! IPL-ঝড়ে বোল্ড আউট বাংলা মেগা, সূর্য-দীপা থেকে জগদ্ধাত্রী সবাই ফেল এই মেগার কাছে!
এক দিকে ছবি, অন্য দিকে মঞ্চ। দুইয়ের ভারসাম্য বজায় রাখতে কতটা চাপ সামলাচ্ছেন? সত্যমের উত্তর, “একই সঙ্গে সিনেমা, ওয়েব সিরিজ এবং থিয়েটারে কাজ করতে গেলে একটা শারীরিক ক্লান্তি আসে ঠিকই। কিন্তু অভিনেতা হিসেবে এটাই তো আমাদের কাজ। তাই সেটাকে মেনে নিতে সমস্যা হয় না।”
‘বল্লভপুরের রূপকথা’-র হাত ধরে আসে তুমুল জনপ্রিয়তা। অভিনয় গুণে দর্শকের প্রশংসা কুড়িয়েছেন সত্যম। তাই অভিনেতা হিসেবে দায়িত্ববোধ আরও বেড়ে গিয়েছে বলেই মনে করছেন তিনি। মঞ্চে যাতে দর্শকদের ভাল কিছু উপহার দিতে পারেন, তারই চেষ্টায় অভিনেতা। ‘তবে তাই’-এ সত্যমের সঙ্গেই গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে আভেরি সিংহ রায়, সুস্নাত ভট্টাচার্য, অনিন্দ্য সাঁই, শাশ্বতী সিনহা, মৌমিতা গুপ্ত শর্মা, অনিকেত ঘোষ, প্রজ্ঞা দেবনাথ, শ্বেতা মিত্র, জিত দাশকে।