TRENDING:

Satish Kaushik Passes Away: অনুপম খের হারালেন তাঁর সবচেয়ে প্রিয় বন্ধুকে, টাইমলাইন জুড়ে রইল অনুপম-সতীশের নিখাদ বন্ধুত্বের ভিডিও

Last Updated:

অনুপম-সতীশকে নানা সময় নানা ভাবে ঠাট্টা-মজা-আনন্দে মেতে উঠতে দেখা গিয়েছে বহুবার। এদিন সতীশের মৃত্যুর পর অনুপম-সতীশের একটি মজার ভিডিও প্রকাশ্যে আসে যেখানে অনুপম ঘাড়, মাথা টিপে দিচ্ছেন সতীশের।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই: ৪৫ বছরের বন্ধুত্বে হঠাৎ ছেদ পড়ল। অনুপম খের হারালেন তাঁর প্রিয় বন্ধুকে। মাত্র ৬৬ বছর বয়সে সবাইকে কাঁদিয়ে দিয়ে চলে গেলেন মিস্টার ইন্ডিয়ার ‘ক্যালেন্ডার’। দিল্লি স্কুল অব ড্রামা-র দিনগুলোতে গড়ে ওঠে অনুপম-সতীশের বন্ধুত্ব। জীবনের শেষ দিন পর্যন্ত তাঁদের বন্ধুত্ব ছিল অক্ষুন্ন। ৯ মার্চ, বৃহস্পতিবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সতীশ।
অনুপম-সতীশ একসঙ্গে
অনুপম-সতীশ একসঙ্গে
advertisement

আজ তাঁর মৃত্যুর পর অনুপমই বন্ধুর মৃত্যুর দুঃসংবাদ দেন সোশ্যাল মিডিয়ায়। অভিনেতা লেখেন, ‘জানি, এই বিশ্বে মৃত্যুই একমাত্র সত্য। কিন্তু আমি কখনও ভাবিনি, নিজে বেঁচে থাকতে থাকতে আমার সবথেকে প্রিয় বন্ধুকে নিয়ে এটা লিখব! ৪৫ বছরের বন্ধুত্বে হঠাৎ দাঁড়ি পড়ল। সতীশ, তোমাকে ছাড়া জীবন আর কোনও দিন আগের মতো হবে না। ওম শান্তি।’

advertisement

আরও পড়ুন- প্রয়াত অভিনেতা সতীশ কৌশিক, হঠাৎ হার্ট অ্যাটাকে মৃত্যু! হোলির আবহে বেরঙিন বলিউড

অনুপম-সতীশকে নানা সময় নানা ভাবে ঠাট্টা-মজা-আনন্দে মেতে উঠতে দেখা গিয়েছে বহুবার। এদিন সতীশের মৃত্যুর পর অনুপম-সতীশের একটি মজার ভিডিও প্রকাশ্যে আসে যেখানে অনুপম ঘাড়, মাথা টিপে দিচ্ছেন সতীশের। অনুপম বলছেন প্রোডিউসারকে খুশি করার জন্য কতকিছু করতে হয়। তখন সতীশ বলছেন যে ম্যাসাজের মতো এক্সট্রা ডেট দিতে। তখন অনুপম আবার জিজ্ঞাসা করেন অন্য ছবির জন্য, সতীশ তাঁকে জানান এই ছবির জন্য। তারপর তাঁদের নানা কথোপকোথন চলতে থাকে। সতীশ অনুপমকে মজার ছলেই বলেন তিনি খুব ভাল ম্যাসাজ করেন৷ অভিনেতা না হলে তিনি স্বচ্ছন্দে এটিকে পেশা হিসেবে বেঁছে নিতে পারতেন। অনুপম ঠাট্টার ছলে হেসে হেসে সায় দেন।

advertisement

দিল্লির গুরুগ্রামে অভিনেতা সতীশ কৌশিক গিয়েছিলেন একটি কাজে। সেখানেই হার্ট অ্যাটাক হয় তাঁর। হাসপাতাল নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় সতীশের। সংবাদ সংস্থাকে অভিনেতা অনুপম খের জানান, গত রাতে সতীশ গুরুগ্রামে গাড়ি করে যাচ্ছিলেন। মধ্যরাত ১টা নাগাদ। হঠাৎই গাড়িতে তাঁর শরীরে অস্বস্তি শুরু হয়। নিজের বিপদ বুঝে নিজেই চালককে বলেন হাসপাতালে নিয়ে যেতে। তাও বাঁচানো যায়নি সতীশকে। গাড়িতেই হার্ট অ্যাটাক হয়ে যায়। ময়নাতদন্তে জানা গিয়েছে, হার্ট অ্যাটাকেই মৃত্যু হয়েছে অভিনেতার। শরীরে কোনও আঘাতের চিহ্ন নেই।

advertisement

আরও পড়ুন- ছেলের মৃত্যুতে ভেঙে পড়েন সতীশ কৌশিক, সারোগেট মায়ের সাহায্য়ে ফের বাবা হন অভিনেতা

সেরা ভিডিও

আরও দেখুন
রেল বোর্ডের চেয়ারম্যানের পরিদর্শনের পরেই কাজে গতি! মিনি এয়ারপোর্ট-এর অপেক্ষায় মালদহ স্টেশন
আরও দেখুন

অনুপম তাঁর প্রয়াত বন্ধুর বাড়িতে পৌঁছে গিয়েছেন ইতিমধ্যেই। সতীশের স্ত্রী-কন্যার পাশে দাঁড়িয়েছেন তিনি। এদিন বিকেল ৫টা নাগাদ অভিনেতা-পরিচালকের শেষকৃত্য সম্পন্ন হবে ভার্সোভা শ্মশানে।

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Satish Kaushik Passes Away: অনুপম খের হারালেন তাঁর সবচেয়ে প্রিয় বন্ধুকে, টাইমলাইন জুড়ে রইল অনুপম-সতীশের নিখাদ বন্ধুত্বের ভিডিও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল