Satish Kaushik Passes Away: ছেলের মৃত্যুতে ভেঙে পড়েন সতীশ কৌশিক, সারোগেট মায়ের সাহায্য়ে ফের বাবা হন অভিনেতা
- Published by:Teesta Barman
Last Updated:
তাঁর কৌতুকাভিনয় কত শত মানুষকে আনন্দ দিয়েছে, কিন্তু তাঁর জীবনে ঘটে গিয়েছিল সবথেকে মর্মান্তিক ঘটনা। ছেলেকে হারিয়েছিলেন সতীশ।
মুম্বই: ৬৬-তেই জীবনাবসান বলিউডের অভিনেতা ও পরিচালক সতীশ কৌশিকের মৃত্যুতে শোকসন্তপ্ত গোটা বলিউড ইন্ডাস্ট্রি। একে একে তারকাদের ঘুম ভাঙছে খারাপ খবরে। সোশ্যাল মিডিয়া উপচে পড়ছে শোকবার্তায়। কেউ যেন বিশ্বাস করে উঠতে পারছেন না। দু'দিন আগে সতীশের সোশ্যাল মিডিয়ায় ভরে উঠেছিল হোলির ছবি। জাভেদ আখতার এবং শাবানা আজমি আয়োজিত হোলি পার্টিতে উপস্থিত হয়েছিলেন রিচা চাড্ডা, আলি ফজল, মহিমা চৌধরিদের সঙ্গে। সেই অভিনেতা আর নেই।
পর্দায় তাঁর হাসি, তাঁর কৌতুকাভিনয় কত শত মানুষকে আনন্দ দিয়েছে, কিন্তু তাঁর জীবনে ঘটে গিয়েছিল সবথেকে মর্মান্তিক ঘটনা। ছেলেকে হারিয়েছিলেন তিনি। মাত্র দু'বছরের একরত্তি শানু কৌশিককে বাঁচাতে পারেননি সতীশ এবং তাঁর স্ত্রী শশী।
advertisement
advertisement
১৯৮৫ সালে শশীকে বিয়ে করেন সতীশ। ১৯৯৪-এ তাঁদের এক পুত্রসন্তানের জন্ম হয়। কিন্তু দু'বছর বাদেই সেই ছেলে মারা যায়। সন্তান হারানোর শোকে পাথর দম্পতি বহুদিন পর্যন্ত ফের সন্তানের জন্ম দেওয়ার কথা ভাবতে পারেননি। কিন্তু ২০১২ সালে তাঁরা আবার বাবা-মা হন। সারোগেসির সাহায্যে কন্যা বংশিকার জন্ম হয়। সতীশ-শশীর বিয়ের ১৬ বছর বাদে আবার অভিভাবক হন তাঁরা।
advertisement
কিন্তু মেয়ে এবং স্ত্রীকে রেখেই ইহলোক ত্যাগ করলেন সতীশ। আরও কত বছর কাটানোর ছিল মেয়ের সঙ্গে। আরও কত ছবি বানানোর ছিল, অভিনয় করার ছিল তাঁর। কিন্তু সবাইকে চোখের জলে ভাসিয়ে চলে গেলেন বর্ষীয়ান অভিনেতা।
advertisement
जानता हूँ “मृत्यु ही इस दुनिया का अंतिम सच है!” पर ये बात मैं जीते जी कभी अपने जिगरी दोस्त #SatishKaushik के बारे में लिखूँगा, ये मैंने सपने में भी नहीं सोचा था।45 साल की दोस्ती पर ऐसे अचानक पूर्णविराम !! Life will NEVER be the same without you SATISH ! ओम् शांति! 💔💔💔 pic.twitter.com/WC5Yutwvqc
— Anupam Kher (@AnupamPKher) March 8, 2023
advertisement
দিল্লির গুরুগ্রামে গিয়েছিলেন একটি কাজে। সেখানেই হার্ট অ্যাটাক হয় তাঁর। হাসপাতাল নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় সতীশের। দিল্লির হাসপাতালেই ময়নাতদন্ত হবে। তার পর মুম্বইয়ে নিয়ে যাওয়া হবে অভিনেতা-পরিচালকের দেহ।
Location :
Kolkata,West Bengal
First Published :
March 09, 2023 11:14 AM IST