এক সময় পর্দার রানি ছিলেন অমৃতা। তাঁর অভিনয় থেকে রূপে ছিল এক অন্য চমক। আর তাতেই মুগ্ধ হয়ে প্রেমে পড়েছিলেন দশ বছরের ছোট সইফ আলি খান। সে সব এখন ইতিহাস। এখন সময় সারার। মায়ের দেখানো পথে হেঁটেই সিনেমায় এসেছেন সারা। প্রথম ছবি থেকেই তাঁকে নিয়ে মানুষের উৎসাহ দেখা গিয়েছে। সারা জয় করেছেন মানুষের মন। সারা ইনস্টাগ্রামে খুব অ্যাক্টিভ। নানা মজার ভিডিও থেকে ছবি তিনি শেয়ার করেন এই সোশ্যাল মিডিয়ায়।
সম্প্রতি সারার শেয়ার করা একটি ভিডিও তুমুল ভাইরাল হয়েছে। দেখা যাচ্ছে রোপ ওয়েতে মাকে নিয়ে উঠেছেন সারা। ভয়ে গুটিয়ে বসে আছেন অমৃতা। মাকে দেখিয়ে সারা বলছেন, 'নমস্তে দর্শকও, দেখুন কি অবস্থা।" মায়ের ভয় পাওয়া মুখ দেখাচ্ছেন তিনি। ভিডিওটির শেষে দেখা যাচ্ছে বরফে নেমেছেন মা ও মেয়ে। বরফে বাইক চালাচ্ছেন সারা। পিছনে হাসি মুখে বসে আছেন মা অমৃতা। তবে রোপ-ওয়েতে অমৃতার ভয় মাখা মুখ ছিল দেখার মতো। এই বুঝি পড়ে যাব, এমন একটা আতঙ্ক ধরা পড়েছে। এই ভিডিওটি সারা শেয়ার করতেই ভাইরাল হয়। বহু মানুষ বলেছেন, মা তো ভয় পেয়ে যাচ্ছে। তবে অনেকেই প্রশংসা করেছেন মা ও মেয়ের এই মিষ্টি সম্পর্কের।