দেখুন সেই ভিডিও--
ভিডিওতে (Sara Ali Khan Viral Video) দেখা যাচ্ছে, মহিলাকে জলে ফেলে দিয়ে নিজেও জলে ঝাঁপ মারেন 'অতরঙ্গি রে' তারকা! তাঁর সে কী হাসি...এদিকে মহিলা জলে নাকানি-চোবানি খাচ্ছেন! বোঝাই যাচ্ছে, মহিলার সঙ্গে ঠাট্টা ইয়ার্কি করতেই তাঁকে জলে ফেলেছেন! কিন্তু কথায় বলে না, কারও পৌষ মাস কারও সর্বনাশ! এক্ষেত্রেও ঠিক তাই হল! সারা (Sara Alli Khan) নিজে সাঁতার কাটতে ভালবাসেন, মাঝেমধ্যেই তাঁর জলকেলির ভিডিও ভাইরাল হয়, ছিলেনও বিকিনি পরে, তাই তিনি তো আরামসেই জলে ঝাঁপ মারলেন! কিন্তু বেচারি মহিলা! কোথায় ভাবলেন নায়িকার সঙ্গে ছবি তুলবেন, তা না সোজা গিয়ে পড়লেন জলে! পরনে আবার সালোয়ার! তবে মহিলা কে, সে বিষয়ে ভিডিও থেকে কিছু জানা যায়নি!
আরও পড়ুন: প্রিয় বান্ধবীর বিয়ে বলে কথা, মৌনিকে চুমুতে ভরালেন মন্দিরা! দেখুন
ভিকি কৌশলের সঙ্গে সিনেমার শ্যুটিং শেষে কাশ্মীরে পাড়ি দেন সারা! সঙ্গী ভাই ইব্রাহিম আর বন্ধুরা। সাঁতার তাঁর এতটাই প্রিয় যে, সেখানে মাইনাস ২ ডিগ্রি তাপমাত্রাতেও বিকিনি পরে সাঁতার কেটেছেন 'কেদারনাথ' স্টার। নিজেই ছুটি কাটানোর একগুচ্ছ ছবি শেয়ার করেন ইনস্টাগ্রামে! ইব্রাহিমের সঙ্গে একটি মিচ্টি ছবি পোস্ট করে লেখেন, 'যেখানে ভাই, সেখানেই আমার ঘর!'
আরও পড়ুন: 'দাদা'র পাশে এবার ভুবন বাদ্যকার, বড় মঞ্চে পৌঁছল 'কাঁচা বাদাম'
হালে করণ জোহরের শো 'কফি উইথ করণ'-এ এসেছিলেন সারা আলি খান। করণ তাঁকে প্রশ্ন করেন, নিজের স্বয়ম্বরে কাকে কাকে দেখতে চান সারা? সুন্দরী চটপট জানান তালিকায় রয়েছেন, রণবীর সিং (Ranveer Singh),বিজয় দেবেরাকোন্ডা (Vijay Deverakon), ভিকি কৌশল (Vicky Kaushal) ও বরুণ ধাওয়ান (Varun Dhawan)! করণ এবার মজা করে বলেন, 'এঁদের স্ত্রীয়েরা দেখছে'। সারা-র স্মার্ট উত্তর ছিল, 'আশা করি তাঁদের স্বামীরাও দেখছেন।'