আর বলিউডে এসেই পর পর দুটি হিট সিনেমা বলিপ্রেমীদের উপহার দিয়েছেন সারা আলি খান ৷ ‘কেদারনাথ’-এ সারার অভিনয় প্রশংসা দর্শক থেকে সমালোচকদের প্রশংসা কুড়িয়ে নিয়েছে ৷ অন্যদিকে, রণবীর সিং-এর সঙ্গে সিম্বায় চুটিয়ে অভিনয় করেছেন সইফ-কন্যা ৷ সব মিলিয়ে সারার এখন বৃহস্পতি তুঙ্গে ৷ এমনটা হলে নাকি তারকাদের মাথা ঘুরে যায় ৷ ইতিহাস নাকি তেমনটাই বলছে ৷
advertisement
তবে এমনটা নাকি হয়নি সারার ক্ষেত্রে ৷ এখনও নাকি মাঝে মধ্যেই অটোয় চেপে দিব্যি নিজের গন্তব্যস্থলে পৌঁছে যান এই বলি অভিনেত্রী ৷ আর সামনে এল এমনই একটি ভিডিও ৷ যেখানে সারাকে অটোয় চেপে জিমে আসতে দেখা গিয়েছে ৷ সঙ্গে ছিলেন বিখ্যাত সেলেব্রিটি স্টাইলিস্ট তনয়া ঘাবরি ৷ পাপারাৎজিদের ক্যামেরায় গোটা ঘটনাটাই ধরা পড়ে ৷ আর সেই ভিডিওই এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ৷ পাপারাৎজিদের দেখে সারা মিষ্টি হেসে তাঁদের উদ্দেশে প্রশ্ন ছুঁড়ে দেন -‘‘আপনারা কি করে জানলেন আমি এখানে আসছি?’’