তার আগে তিনি একটি ভিডিয়ো শেয়ার করেছিলেন ৷ সেখানে দেখা গিয়েছে তিনি জেট স্কি করছেন ৷ সঙ্গে ছিলেন তাঁর দুই বন্ধু সারা ভইসোহা এবং কাম্যা অরোরা ৷ ভিডিয়োর সঙ্গে ক্যাপশন হিসেবে মজার ছড়াও শেয়ার লিখেছিলেন তিনি ৷
আরও পড়ুন : গণপতির আশীর্বাদে দূর হয়ে যাক মামা-মামির সঙ্গে সব তিক্ততা, আশা গোবিন্দার ভাগ্নে কৃষ্ণা অভিষেকের
advertisement
সইফ আলি খান ও তাঁর প্রাক্তন স্ত্রী অমৃতা সিংয়ের মেয়ে সারা তাঁর কেরিয়ার শুরু করেন ২০১৮ সালে ৷ তাঁর প্রথম ছবি ‘কেদারনাথ’-এ নায়ক ছিলেন সুশান্ত সিং রাজপুত ৷ এই ছবির পর সুশান্তের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক গুঞ্জরিত হয়েছিল বলিউডের অন্দরমহলে ৷ এর পর ‘সিম্বা’, ‘লভ আজকাল’, ‘কুলি নম্বর ওয়ান’ ছবিতে তিনি অভিনয় করেছেন ৷ ‘অটরঙ্গী রে’ ছবিতেও অভিনয় করেছেন সারা ৷ আনন্দ এল রাই পরিচালিত এই ছবিতে সারা ছাড়াও আছেন ধনুষ এবং অক্ষয় কুমার ৷ ছবিতে সারার চরিত্রের নাম মায়া দুবে ৷ ছবির শ্যুটিং শেষ ৷ তবে শোনা যাচ্ছে, চলতি বছরে নয়, ‘অটরঙ্গী রে’ মুক্তি পাবে আগামি বছরে ৷
আরও পড়ুন : ‘পবিত্র রিশতা’ শুরুর আগেই সুখবর! বাবা হলেন অভিনেতা শাহির
এ ছাড়াও পবন কৃপালনী পরিচালিত ‘গ্যাসলাইট’ ছবিতেও অভিনয় করবেন সারা আলি খান ৷ তিনি ছাড়াও এই ছবিতে কেন্দ্রীয় ভূমিকায় অভিনয় করছেন বিক্রান্ত ম্যাসি ৷ শোনা যাচ্ছে, এই ছবিতে সমান্তরাল একটি কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে চিত্রাঙ্গদা সিংকেও ৷
