অপরদিকে সারা প্রথম থেকেই দক্ষ অভিনেত্রীদের মধ্যে নিজের নাম লিখিয়েছেন। তাঁর প্রথম ছবি 'কেদার নাথ' থেকেই মানুষ বুঝেছেন তাঁর অভিনয় প্রতিভা কতটা। আর হবেই না বা কেন তিনি ছোট থেকেই অভিনয়ের মধ্যেই বড় হয়েছেন। সইফ আলি খান ও অমৃতা সিংয়ের মেয়ে তিনি। যদিও মায়ের কাছেই কেটেছে তাঁর বেশির ভাগ সময়। নিজের সময়ে সেরা আভিনেত্রীদের মধ্যে অন্যতম ছিলেন অমৃতা সিং। মায়ের মতোই হয়েছেন সারা। এমনকি তাঁকে অনেকটাই অমৃতার মতোই দেখতে। তবে সুশান্তের মৃত্যুর পর সারাকেও তলব করেছিল এনসিবি। ড্রাগ চক্র নিয়ে তাঁর যোগ আছে কিনা তা খতিয়ে দেখা হয়েছে। সুশান্তের সঙ্গে হালকা ভালোবাসার সম্পর্ক ছিল সারার। যা অভিনেতার মৃত্যুর পর সামনে আসে। যাইহোক সে সব কিছু কাটিয়ে উঠেছেন সারা। এখন তিনি ব্যস্ত নতুন কাজ নিয়ে।
advertisement
জোরকদমে চলছে 'কুলি নম্বর ওয়ান'-এর প্রোমোশন। নিজেদের ইনস্টাগ্রামেই সারা ও বরুণ প্রোমোশন করছেন। এই ছবিটি মে মাসে মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু করোনা ভাইরাসের জন্য সব কিছু ভেস্তে যায়। কোনও কিছুই প্লাণ মতো হয়নি। আর এই সময়ে মানুষ আপন করে নিয়েছেন ডিজিট্যাল প্লছাটফর্মকে। বিশেষ করে ওটিটিতে ছবি দেকতেই মানুষ এখন অভ্যস্ত। কয়েক দিন আগেই মুক্তি পেয়েছে অক্ষয় কুমার ও কিয়ারা আডবাণী অভিনীত ছবি লক্ষ্মী। ডিসেম্বরের ২৫ তারিখ ওটিটিতেই মুক্তি পাবে সারা ও বরুণের ছবি 'কুলি নম্বর ওয়ান'।
সে সব তো ঠিক আছে সারা হঠাৎ বরুণের কাছে ক্যাশ মানে টাকা চাইলেন কেন? সম্প্রতি সারা একটি ভিডিও তাঁর ইনস্টাগ্রামে শেয়ার করেছেন। সেখানে তিনি বরুণকে বলছেন, 'নক নক, ক্যাশ? ' বরুণ বলছেন কিসের ক্যাশ? সারা বলছেন দিওয়ালির জন্য দেবে। এই মজার ভিডিওটি শেয়ার হতেই ভাইরাল হয়। সকলে সারাকে নিয়ে মজা করছেন। অনেকে লিখেছেন, যা এবার দিওয়ালির জন্য টাকা চাইছেন? তবে পুরোটাই মজার করে করা হয়েছে। ছবির প্রোমোশনের জন্যই এই ধরণের ভিডিও তাঁরা শেয়ার করছেন।