সারা আলি খানের সঙ্গে অতিথি হয়ে গিয়েছিলেন আরেক নায়িকা অনন্যা পান্ডে। সেখানেই শুভমন গিলের আসল প্রেমিকার নাম বলেছেন সারা। করণ সারাকে জিজ্ঞেস করেন শুভমন গিলের সঙ্গে সারার প্রেমের জল্পনা নিয়ে। সেখানেই সোজাসাপটা জবাব দেন সারা। তিনি বলেন, ‘আমি নই, গোটা দেশই ভুল ভাবছে। এই সারা আসলে অন্য সারা।’
আরও পড়ুন: ‘ভাল নেই আমি, আদালত আমাকে মুক্তি দেবে’, আদালতের পথে বিস্ফোরক জ্যোতিপ্রিয়
ওয়াংখেড়ে স্টেডিয়ামে ভারত-শ্রীলঙ্কা ম্যাচ। মাঠ জুড়ে চিৎকার ‘হামারি ভাবী ক্যায়সি হো, সারা ভাবি যাইসি হো ‘ (আমাদের বৌদি কেমন হবে, সারা যেমন তেমন হবে)। খেলার মাঠ এবং বিনোদন দুনিয়া তোলপাড়ার সারা ‘ভাবি’-কে নিয়ে। কিন্তু কে এই সারা ভাবি? এ নিয়ে তীব্র জল্পনা চলছে বিগত কয়েক মাস ধরে। এবার সেই জল্পনার ইতি।
আরও পড়ুন: ৭ সেকেন্ডের চ্যালেঞ্জ আপনাকে! এই কাঠের স্তূপ থেকে খুঁজে বের করুন বিষাক্ত মাকড়সাটিকে
গিলের সঙ্গে প্রথমে সারা আলি খানেরই নাম জড়িয়েছিল। কিন্তু হঠাৎ করেই তাঁদের মধ্যে চলে আসে সচিন-কন্যার নাম। যা নেট দুনিয়ায় গসিপের অন্যতম উপকরণ হয়ে উঠেছে। সচিন-কন্যার আগমনে কি গিলের মন থেকে কিছুটা দূরে চলে গিয়েছেন বলিউড অভিনেত্রী? নাকি সত্যিই সারা তেন্ডুলকরের প্রেমিক তিনি? নিজেরা এখনও সরাসরি কিছু না জানালেও, সমস্তটা জানিয়ে দিলেন সারা আলি খান।