TRENDING:

International Dance Day: কোমরের ঠুমকায় মল্লিকাকে টেক্কা! কালো অন্তর্বাসে নেটদুনিয়ায় আগুন জ্বালালেন 'দঙ্গল গার্ল'

Last Updated:

International Dance Day: আন্তর্জাতিক নৃত্য দিবসের দিন নাচের মাধ্যমে সকলকে নৃত্য দিবসের শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রী৷ সোশ্যাল মিডিয়ায় নাচের ভিডিও পোস্ট করে তাক লাগিয়ে দিয়েছেন অভিনেত্রী সান্য৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই: অভিনেত্রী হিসেবে নিজেকে বি-টাউনে প্রতিষ্ঠিত করলেও মূলত নাচের মধ্য দিয়েই বিনোদন জগতে আত্মপ্রকাশ সান্য মলহোত্রার৷ বলিউডের 'দঙ্গল' গার্ল ছোট থেকে নাচ করতে ভীষণ ভালবাসেন৷ শুরু থেকেই নাচ নিয়েই নিজের কেরিয়ারে ফোকাস করতে চেয়েছিলেন সান্য৷ প্রথম সারির রিয়্যালিটি শো -এ অংশগ্রহণও করেছিলেন তিনি, যদি পরে বাদ পড়েন৷ তারপর থেকে নাচ নয় বরং অভিনয়ে মন দিয়েছেন সান্য৷ তবে এখনও যে নাচের প্রতি ভালবাসা রয়ে গেছে,সম্প্রতি তার প্রমাণ মিলল ভিডিওতে৷
কোমরের ঠুমকায় মল্লিকাকে টেক্কা! কালো অন্তর্বাসে নেটদুনিয়ায় আগুন জ্বালালেন 'দঙ্গল গার্ল'
কোমরের ঠুমকায় মল্লিকাকে টেক্কা! কালো অন্তর্বাসে নেটদুনিয়ায় আগুন জ্বালালেন 'দঙ্গল গার্ল'
advertisement

আজ আন্তর্জাতিক নৃত্য দিবস৷ এই বিশেষ দিনে নাচের মাধ্যমে সকলকে নৃত্য দিবসের শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রী৷ সোশ্যাল মিডিয়ায় নাচের ভিডিও পোস্ট করে তাক লাগিয়ে দিয়েছেন অভিনেত্রী৷ ভিডিও পোস্ট করা মাত্রই নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে৷ লাইক ও কমেন্টে ভরিয়ে দিয়েছেন ভক্তরা৷

আরও পড়ুন-সপ্তাহ পার হলে ১০০ কোটির ক্লাবে ঢুকতে পারল না, বক্সঅফিসে কি তবে ডাহা ফেল করল সলমন ম্যাজিক

advertisement

আরও পড়ুন-বিচ্ছেদের গুঞ্জনে মুখ খুললেন ঋতাভরী ও তথাগত, প্রকাশ্যে এল আসল সত্য

সেরা ভিডিও

আরও দেখুন
বাজারে ব্যাপক চাহিদা, তবুও মাথায় হাত! পান চাষ করে কেন সমস্যায় চাষিরা?
আরও দেখুন

উন্মুক্ত পিঠ,পরনে শুধু কালো অন্তর্বাস,সঙ্গে পরেছেন কালো শর্টস৷ গুরু সিনেমার জনপ্রিয় গান মাইয়া মাইয়া গানের তালে নেচে সকলকে মুগ্ধ করলেন নায়িকা৷ গুরু ছবির জনপ্রিয় গানে বেলি ডান্স করে মল্লিকাকে টেক্কা দিলেন নায়িকা৷ কোমরের ঠুমকায় এক নিমেষে ভক্তদের পাগল করে দিয়েছেন সান্য৷ শরীরী মোচড়ে চোখ সরাতে পারছেন না ভক্তরা৷ সান্যর নাচ দেখে অনেকেরই মল্লিকার কথা মনে পড়েছে৷ দঙ্গল গার্ল-এর নাচের পারদর্শিতার কথা অনুরাগীদের সকলেরই জানা৷ আন্তর্জাতিক নৃত্য দিবসে ফের তা প্রমাণ করলেন নায়িকা৷ নেটিজেনদের মতে, অভিনেত্রী না হয়ে নৃত্যশিল্পী হলেও তিনি নামডাক করতেন৷ ভক্তরা সকলেই নেটিজেনদের নাচের প্রশংসা করেছেন৷ মি.পারফেকশনিস্টের হাত ধরে বলিউডে অভিষেক হয়েছে সান্যর৷ ছবিতে তার অভিনয়ও প্রশংসা কুড়িয়েছিল৷ তারপর থেকে আর পিছন ফিরে তাকাতে হয়নি৷ একাধিক জনপ্রিয় ছবিতে কাজ করেছেন সান্য৷ এই মুহূর্তে শাহরুখ খানের সঙ্গে আপকামিং ছবি 'জওয়ান'-নিয়ে ব্যস্ত রয়েছেন অভিনেত্রী৷ ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে৷

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
International Dance Day: কোমরের ঠুমকায় মল্লিকাকে টেক্কা! কালো অন্তর্বাসে নেটদুনিয়ায় আগুন জ্বালালেন 'দঙ্গল গার্ল'
Open in App
হোম
খবর
ফটো
লোকাল