TRENDING:

International Dance Day: কোমরের ঠুমকায় মল্লিকাকে টেক্কা! কালো অন্তর্বাসে নেটদুনিয়ায় আগুন জ্বালালেন 'দঙ্গল গার্ল'

Last Updated:

International Dance Day: আন্তর্জাতিক নৃত্য দিবসের দিন নাচের মাধ্যমে সকলকে নৃত্য দিবসের শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রী৷ সোশ্যাল মিডিয়ায় নাচের ভিডিও পোস্ট করে তাক লাগিয়ে দিয়েছেন অভিনেত্রী সান্য৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই: অভিনেত্রী হিসেবে নিজেকে বি-টাউনে প্রতিষ্ঠিত করলেও মূলত নাচের মধ্য দিয়েই বিনোদন জগতে আত্মপ্রকাশ সান্য মলহোত্রার৷ বলিউডের 'দঙ্গল' গার্ল ছোট থেকে নাচ করতে ভীষণ ভালবাসেন৷ শুরু থেকেই নাচ নিয়েই নিজের কেরিয়ারে ফোকাস করতে চেয়েছিলেন সান্য৷ প্রথম সারির রিয়্যালিটি শো -এ অংশগ্রহণও করেছিলেন তিনি, যদি পরে বাদ পড়েন৷ তারপর থেকে নাচ নয় বরং অভিনয়ে মন দিয়েছেন সান্য৷ তবে এখনও যে নাচের প্রতি ভালবাসা রয়ে গেছে,সম্প্রতি তার প্রমাণ মিলল ভিডিওতে৷
কোমরের ঠুমকায় মল্লিকাকে টেক্কা! কালো অন্তর্বাসে নেটদুনিয়ায় আগুন জ্বালালেন 'দঙ্গল গার্ল'
কোমরের ঠুমকায় মল্লিকাকে টেক্কা! কালো অন্তর্বাসে নেটদুনিয়ায় আগুন জ্বালালেন 'দঙ্গল গার্ল'
advertisement

আজ আন্তর্জাতিক নৃত্য দিবস৷ এই বিশেষ দিনে নাচের মাধ্যমে সকলকে নৃত্য দিবসের শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রী৷ সোশ্যাল মিডিয়ায় নাচের ভিডিও পোস্ট করে তাক লাগিয়ে দিয়েছেন অভিনেত্রী৷ ভিডিও পোস্ট করা মাত্রই নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে৷ লাইক ও কমেন্টে ভরিয়ে দিয়েছেন ভক্তরা৷

আরও পড়ুন-সপ্তাহ পার হলে ১০০ কোটির ক্লাবে ঢুকতে পারল না, বক্সঅফিসে কি তবে ডাহা ফেল করল সলমন ম্যাজিক

advertisement

আরও পড়ুন-বিচ্ছেদের গুঞ্জনে মুখ খুললেন ঋতাভরী ও তথাগত, প্রকাশ্যে এল আসল সত্য

সেরা ভিডিও

আরও দেখুন
চা বিক্রির টাকায় তিন বছরে ৬৯ হাজার কয়েন! মেয়ের জন্য স্কুটি কিনে চমকে দিলেন বাবা
আরও দেখুন

উন্মুক্ত পিঠ,পরনে শুধু কালো অন্তর্বাস,সঙ্গে পরেছেন কালো শর্টস৷ গুরু সিনেমার জনপ্রিয় গান মাইয়া মাইয়া গানের তালে নেচে সকলকে মুগ্ধ করলেন নায়িকা৷ গুরু ছবির জনপ্রিয় গানে বেলি ডান্স করে মল্লিকাকে টেক্কা দিলেন নায়িকা৷ কোমরের ঠুমকায় এক নিমেষে ভক্তদের পাগল করে দিয়েছেন সান্য৷ শরীরী মোচড়ে চোখ সরাতে পারছেন না ভক্তরা৷ সান্যর নাচ দেখে অনেকেরই মল্লিকার কথা মনে পড়েছে৷ দঙ্গল গার্ল-এর নাচের পারদর্শিতার কথা অনুরাগীদের সকলেরই জানা৷ আন্তর্জাতিক নৃত্য দিবসে ফের তা প্রমাণ করলেন নায়িকা৷ নেটিজেনদের মতে, অভিনেত্রী না হয়ে নৃত্যশিল্পী হলেও তিনি নামডাক করতেন৷ ভক্তরা সকলেই নেটিজেনদের নাচের প্রশংসা করেছেন৷ মি.পারফেকশনিস্টের হাত ধরে বলিউডে অভিষেক হয়েছে সান্যর৷ ছবিতে তার অভিনয়ও প্রশংসা কুড়িয়েছিল৷ তারপর থেকে আর পিছন ফিরে তাকাতে হয়নি৷ একাধিক জনপ্রিয় ছবিতে কাজ করেছেন সান্য৷ এই মুহূর্তে শাহরুখ খানের সঙ্গে আপকামিং ছবি 'জওয়ান'-নিয়ে ব্যস্ত রয়েছেন অভিনেত্রী৷ ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে৷

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
International Dance Day: কোমরের ঠুমকায় মল্লিকাকে টেক্কা! কালো অন্তর্বাসে নেটদুনিয়ায় আগুন জ্বালালেন 'দঙ্গল গার্ল'
Open in App
হোম
খবর
ফটো
লোকাল