Salman Khan: সপ্তাহ পার হলে ১০০ কোটির ক্লাবে ঢুকতে পারল না, বক্সঅফিসে কি তবে ডাহা ফেল করল সলমন ম্যাজিক

Last Updated:

Salman Khan: ৮ দিনে এসেও বক্সঅফিসে লক্ষ্মীলাভ হল না৷ এক সপ্তাহ পেরিয়ে গেলে ১০০ কোটির ঘরে ঢুকতে পারল না সলমনের 'কিসি কি ভাই কিসি কা জান' ছবি ৷

সপ্তাহ পার হলে ১০০ কোটির ক্লাবে ঢুকতে পারল না, বক্সঅফিসে কি তবে  ডাহা ফেল করল সলমন ম্যাজিক
সপ্তাহ পার হলে ১০০ কোটির ক্লাবে ঢুকতে পারল না, বক্সঅফিসে কি তবে ডাহা ফেল করল সলমন ম্যাজিক
মুম্বই: চার বছর অপেক্ষার পর বড়পর্দায় ফিরেছেন সলমন খান৷ সেই কারণেই ভক্তদের মধ্যে শুরু থেকেই ছবি নিয়ে প্রত্যাশা অনেক বেশি ছিল৷ ছবির প্রচারও ছিল বেশ নজরকাড়া৷ প্রথম দিনের ব্যবসাতে নজির গড়তে না পারলেও তারপর থেকেই ছবির ব্যবসা বাড়তে শুরু করেছিল সলমন খানের৷ তবে এক সপ্তাহ পেরিয়ে গেলে ১০০ কোটির ঘরে ঢুকতে পারল না সলমনের 'কিসি কি ভাই কিসি কা জান' ছবি ৷ ভাইজানের সঙ্গে যে এমনটা হতে পারে এটাই মনে হয় কেউ দুঃস্বপ্নেও আশা করেননি৷
বক্সঅফিসে কি রেকর্ড গড়তে পারবে সলমনের ছবি 'কিসি কি ভাই কিসি কা জান', তা নিয়েই জোরদার চর্চা চলছে। ছবির শুরুটা খুব ভাল না হলেও ইদের দিন থেকেই ব্যবসা বেড়েছিল৷ তবে ৮ দিনে এসেও বক্সঅফিসে লক্ষ্মীলাভ হল না৷ রিপোর্ট বলছে, 'কিসি কি ভাই কিসি কা জান'-ছবিটি প্রথম দিনে ১৫ কোটির ব্যবসা করেছে ৷ দ্বিতীয় দিনে ২৫ কোটি টাকা আয় করেছে৷ তৃতীয় দিন ঝুলিতে এসেছিল ২৬ কোটি টাকারও বেশি৷ তবে চতুর্থ দিনে মাত্র ১০.১৭কোটি আয় করেছিল৷ তারপর থেকে ছবির আয় আরও কমতে শুরু করেছে৷ পঞ্চম দিনে ছবির আয় ৬.১২ কোটি টাকা, ষষ্ঠ দিনে ছবির আয় কমে দাঁড়ায় ৪.২৮ কোটি টাকা৷ সপ্তম দিনে ছবির আয় ৩.৫৪ কোটি টাকা এবং অষ্টম দিনে আয় হয়েছে মাত্র ২.৫০ কোটি টাকা৷ যত দিন যাচ্ছে ততই যেন ছবির আয় কমতে শুরু হয়েছে৷ সব মিলিয়ে এই ৮ দিন সলমনের ছবির মোট আয় হয়েছে ৯৪.৭৮ কোটি টাকা৷
advertisement
advertisement
সলমনের ছবি যেভাবে বক্স অফিসে লক্ষ্মীলাভ করে, সেই তুলনায় 'কিসি কি ভাই কিসি কা জান' অনেকটাই পিছিয়ে রয়েছে৷ মাল্টিপ্লেক্সে ছবির আয় অনেকটাই কমেছে৷ চলতি বছরের বিগ বাজেটের ছবি নিয়ে যতটা প্রত্যাশা ছিল, ততটা পূরণ হল না এবার৷ তবে শনিবার ও রবিবার ছবির আয় কিছুটা হলেও বাড়বে বলে মনে করছেন৷ ছবির আয় বাড়লে ১০০ কোটির ঘরে পৌঁছবে এই ছবি৷ রিপোর্ট বলছে, সলমন খানের সিনেমা বিশ্ববাজারে ১৫০ কোটি পেরিয়ে গেছে৷ 'কিসি কি ভাই কিসি কা জান'-ছবি দর্শকদের প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হলেও বছর শেষে টাইগার ফ্র্যাঞ্চাইজি নিয়ে ফিরবেন ভাইজান৷ আপাতত সেই অপেক্ষাতেই রয়েছেন ভক্তরা৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Salman Khan: সপ্তাহ পার হলে ১০০ কোটির ক্লাবে ঢুকতে পারল না, বক্সঅফিসে কি তবে ডাহা ফেল করল সলমন ম্যাজিক
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement