Salman Khan: সপ্তাহ পার হলে ১০০ কোটির ক্লাবে ঢুকতে পারল না, বক্সঅফিসে কি তবে ডাহা ফেল করল সলমন ম্যাজিক
- Published by:Riya Das
- news18 bangla
Last Updated:
Salman Khan: ৮ দিনে এসেও বক্সঅফিসে লক্ষ্মীলাভ হল না৷ এক সপ্তাহ পেরিয়ে গেলে ১০০ কোটির ঘরে ঢুকতে পারল না সলমনের 'কিসি কি ভাই কিসি কা জান' ছবি ৷
মুম্বই: চার বছর অপেক্ষার পর বড়পর্দায় ফিরেছেন সলমন খান৷ সেই কারণেই ভক্তদের মধ্যে শুরু থেকেই ছবি নিয়ে প্রত্যাশা অনেক বেশি ছিল৷ ছবির প্রচারও ছিল বেশ নজরকাড়া৷ প্রথম দিনের ব্যবসাতে নজির গড়তে না পারলেও তারপর থেকেই ছবির ব্যবসা বাড়তে শুরু করেছিল সলমন খানের৷ তবে এক সপ্তাহ পেরিয়ে গেলে ১০০ কোটির ঘরে ঢুকতে পারল না সলমনের 'কিসি কি ভাই কিসি কা জান' ছবি ৷ ভাইজানের সঙ্গে যে এমনটা হতে পারে এটাই মনে হয় কেউ দুঃস্বপ্নেও আশা করেননি৷
বক্সঅফিসে কি রেকর্ড গড়তে পারবে সলমনের ছবি 'কিসি কি ভাই কিসি কা জান', তা নিয়েই জোরদার চর্চা চলছে। ছবির শুরুটা খুব ভাল না হলেও ইদের দিন থেকেই ব্যবসা বেড়েছিল৷ তবে ৮ দিনে এসেও বক্সঅফিসে লক্ষ্মীলাভ হল না৷ রিপোর্ট বলছে, 'কিসি কি ভাই কিসি কা জান'-ছবিটি প্রথম দিনে ১৫ কোটির ব্যবসা করেছে ৷ দ্বিতীয় দিনে ২৫ কোটি টাকা আয় করেছে৷ তৃতীয় দিন ঝুলিতে এসেছিল ২৬ কোটি টাকারও বেশি৷ তবে চতুর্থ দিনে মাত্র ১০.১৭কোটি আয় করেছিল৷ তারপর থেকে ছবির আয় আরও কমতে শুরু করেছে৷ পঞ্চম দিনে ছবির আয় ৬.১২ কোটি টাকা, ষষ্ঠ দিনে ছবির আয় কমে দাঁড়ায় ৪.২৮ কোটি টাকা৷ সপ্তম দিনে ছবির আয় ৩.৫৪ কোটি টাকা এবং অষ্টম দিনে আয় হয়েছে মাত্র ২.৫০ কোটি টাকা৷ যত দিন যাচ্ছে ততই যেন ছবির আয় কমতে শুরু হয়েছে৷ সব মিলিয়ে এই ৮ দিন সলমনের ছবির মোট আয় হয়েছে ৯৪.৭৮ কোটি টাকা৷
advertisement
advertisement
সলমনের ছবি যেভাবে বক্স অফিসে লক্ষ্মীলাভ করে, সেই তুলনায় 'কিসি কি ভাই কিসি কা জান' অনেকটাই পিছিয়ে রয়েছে৷ মাল্টিপ্লেক্সে ছবির আয় অনেকটাই কমেছে৷ চলতি বছরের বিগ বাজেটের ছবি নিয়ে যতটা প্রত্যাশা ছিল, ততটা পূরণ হল না এবার৷ তবে শনিবার ও রবিবার ছবির আয় কিছুটা হলেও বাড়বে বলে মনে করছেন৷ ছবির আয় বাড়লে ১০০ কোটির ঘরে পৌঁছবে এই ছবি৷ রিপোর্ট বলছে, সলমন খানের সিনেমা বিশ্ববাজারে ১৫০ কোটি পেরিয়ে গেছে৷ 'কিসি কি ভাই কিসি কা জান'-ছবি দর্শকদের প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হলেও বছর শেষে টাইগার ফ্র্যাঞ্চাইজি নিয়ে ফিরবেন ভাইজান৷ আপাতত সেই অপেক্ষাতেই রয়েছেন ভক্তরা৷
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 29, 2023 6:46 PM IST