TRENDING:

অপরূপা সুন্দরী সঞ্জয় দত্তের প্রথমা স্ত্রী, রিচা শর্মার স্মৃতিতে মান্যতার নজরকাড়া মন্তব্য

Last Updated:

রিচা শর্মার কোলে ছোট্ট ত্রিশালা, ছবিটি দুরন্ত গতিতে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: বলিউডের অন্যতম সুপার স্টার কিডদের মধ্যে অন্যতম অভিনেতা সঞ্জয় দত্তের মেয়ে ত্রিশালা ৷ ত্রিশালা লাইমলাইট থেকে অনেক দূরে থাকলেও তার ভক্ত সংখ্যা খুব একটি কম নয় ৷ ত্রিশালার যে কোনও ছবি সোশ্যাল মিডিয়ায় আপলোড হলেই নিমেষে তা ভাইরাল হয়ে যায় ৷ সম্প্রতি ত্রিশালার একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ৷ যে ছবিটি ভাইরাল হয়েছে সেটি ত্রিশালার মা ও সঞ্জয় দত্তের প্রাক্তন স্ত্রী রিচা শর্মার ৷
advertisement

মেয়ে ত্রিশালাকে কোলে নিয়ে রিচা শর্মা ৷

ছবিতে রিচা শর্মাকে দুর্দান্ত মানিয়েছিল ৷ ছবিটিতে সঞ্জয় দত্তের স্ত্রী মান্যতা ও বোন প্রিয়া দত্ত বিশেষ মন্তব্য করেছেন ৷ ত্রিশালা সেই সমস্ত স্টার সন্তানদের তালিকায় নেই যাঁরা স্পটলাইটে আসতে পছন্দ করেন না ৷ সেই কারণেই তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট প্রাইভেট করা হয়েছে ৷ তবুও একজন স্পটবয় স্ক্রিনশট শেয়ার করেছেন যেখানে প্রিয়া দত্ত ও মান্যতার কমেন্টের মাঝেই ত্রিশালা লিখেছেন তিনিও তাঁর মা ৷ ১৯৮৮ #RIPMommy'... ত্রিশালার শেয়ার করা ছবিটি এমনই ৷ নিজের ছোট্ট মেয়ে ত্রিশালাকে কোলে নিয়ে ছবি তুলেছেন ৷ সেই ছবিতে মান্যতা লিখেছেন খুব সুন্দর ৷ প্রিয়া দত্ত লিখেছেন কতটা সুন্দর ছবি, এখন এই নক্ষত্র অমৃতলোকে ৷ তিনিই সব থেকে বেশি তোমাকে (ত্রিশালাকে ভালবাসেন) সব সময়েই বেশি ভালবাসেন ৷ ঈশ্বর তাঁর আত্মার শান্তি কামনা দিন ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
চা বিক্রির টাকায় তিন বছরে ৬৯ হাজার কয়েন! মেয়ের জন্য স্কুটি কিনে চমকে দিলেন বাবা
আরও দেখুন

রিচা শর্মার ছবি ভাইরাল হতে সবাই জানতে পেরেছেন ত্রিশালা তাঁর মাকে স্মরণ করেছেন ৷ ১৯৮৭ সালে সঞ্জয় দত্তের সঙ্গে রিচা শর্মার বিয়ে হয়েছে ৷ বিয়ের ২ বছরের পরে ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন রিচা শর্মা ৷

বাংলা খবর/ খবর/বিনোদন/
অপরূপা সুন্দরী সঞ্জয় দত্তের প্রথমা স্ত্রী, রিচা শর্মার স্মৃতিতে মান্যতার নজরকাড়া মন্তব্য
Open in App
হোম
খবর
ফটো
লোকাল