ষাটোর্ধ্ব সঙ্গীতা জানিয়েছেন, তিনি ও সলমন কত ঘনিষ্ঠ বন্ধু (Sangeeta Bijlani and Salman Khan relation) ছিলেন ৷ সঙ্গে এও জানিয়েছেন যাঁদের সঙ্গে এক বার আলাপ হয়েছে, তাঁদের সঙ্গে তিনি যোগাযোগ রাখেন ৷ তাঁর কথায়, ‘‘বন্ধুত্ব যখন হয়েছে তখন সেটা সারা জীবন মেনে চলব ৷’’
প্রসঙ্গত সলমন ও সঙ্গীতা এক দশক ধরে প্রণয়ের সম্পর্কে ছিলেন ৷ শোনা যায়, তাঁদের বিয়ে করারও কথা ছিল ৷ কিন্তু শেষ অবধি সম্পর্ক অতটা এগোয়নি ৷ প্রাক্তন ক্রিকেট অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিনকে বিয়ে করেন সঙ্গীতা ৷ ২০১০ সালে তাঁরা সেপারেটেড হয়ে যান ৷
advertisement
আরও পড়ুন : 'দুটি রাজনৈতিক দলে যোগ দেওয়ার প্রস্তাবও ফিরিয়ে দিয়েছি', করফাঁকি প্রসঙ্গে কী বললেন সোনু সুদ
১৯৮০ সালে ‘মিস ইন্ডিয়া’ খেতাবজয়ী সঙ্গীতা জানিয়েছেন মীনাক্ষী শেষাদ্রির সঙ্গেও তাঁর যোগাযোগ আছে ৷ তাঁরা দু’জনে বিশ্ব ভ্রমণেও গিয়েছেন ৷
পাশাপাশি, সামাজিক মাধ্যমকেও ধন্যবাদ জানিয়েছেন সঙ্গীতা ৷ কারণ এর মাধ্যমে তিনি অনেক হারানো বন্ধুকে খুঁজে পেয়েছেন ৷ এমনকি, মডেলিং শুরু করার সময়ের কিছু বন্ধুর সঙ্গেও নতুন করে যোগাযোগ হয়েছে সঙ্গীতা বিজলানির ৷ নিজেই জানিয়েছেন অভিনেত্রী ৷ পুরনো বন্ধুবান্ধবদের সঙ্গে ভবিষ্যতেও তিনি যোগাযোগ বজায় রেখে যেতে চান ৷ কারণ তাঁর মতে, পুরনো বন্ধুরাই কোনও ভড়ং করে না ৷
আরও পড়ুন : ২০ বছর পর পুজোয় চিরঞ্জিতের ছবি, ষড়রিপু ২-র গোয়েন্দা গল্প নিয়ে আশাবাদী পরিচালক
সাম্প্রতিক ইনস্টা পোস্টে সঙ্গীতাকে দেখা গিয়েছে মহারাষ্ট্রের পওনা হ্রদে সূর্যাস্তের সৌন্দর্য উপভোগ করতে ৷
সঙ্গীতাকে শেষ বার দেখা গিয়েছে ১৯৯৬ সালের ‘নির্ভয়’ ছবিতে ৷ তাঁর অভিনীত চরিত্রে নাম ছিল রাধা ৷ বিনোদ দেওয়ান পরিচালিত ছবিতে সঙ্গীতা ছাড়াও ছিলেন মিঠুন চক্রবর্তী, সদাশিব আম্রপুরকর, পরেশ রাওয়াল এবং অনুপম খের ৷ সম্প্রতি সঙ্গীতাকে দেখা গিয়েছে ‘সুপার ডান্সার’ শোয়ে, অতিথি হিসেবে ৷