আরও পড়ুন: স্টেশনে মাথা ঘুরে চলন্ত ট্রেনের নীচে পড়লেন যুবতী, তার পর? শিউরে ওঠা ভিডিও
জানা গিয়েছে, কালার্স বাংলার ধারাবাহিক 'বসন্তবিলাস মেসবাড়ি'-তে শ্রীতমা ভট্টাচার্যের ভাইয়ের চরিত্রে দেখা যাবে তাঁকে। বসন্তবিলাস মেসবাড়ি-এর মাধ্যমে সিরিয়ালে হাতেখড়ি হতে চলেছে স্যান্ডির। অবশ্য, এর আগে রিয়েলিটি শো ও সিনেমায় দেখা গিয়েছিল তাঁকে। তবে এবার স্যান্ডিকে প্রতিদিনই দেখা যাবে টিভির পর্দায়। আর তার মাধ্যমেই আপনার ঘরে পৌঁছে যাবেন জনপ্রিয় এই কনটেন্ট ক্রিয়েটর।
advertisement
আরও পড়ুন: 'উত্তেজক পোশাক পরলে ধর্ষণ তো হবেই'! হঠাৎ কেন এমন বললেন দেবলীনা?
'বসন্তবিলাস মেসবাড়ি' একটি মজার ধারাবাহিক। জানা গিয়েছে, একটি দুষ্টু-মিষ্টি চরিত্রে দেখা যাবে স্যান্ডিকে। মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক যে রক্তের সম্পর্কের মধ্যে আবদ্ধ নয় তাই দেখাচ্ছে এই ধারাবাহিক। এবার সেই ধারাবাহিকেই দেখা যাবে তাঁকে। খবরটি জানার পরই সকলেই উৎসুক তাঁকে দেখতে। আগামী ২১ এপ্রিল, বৃহস্পতিবার থেকে 'বসন্ত বিলাস মেসবাড়ি'-তে স্যান্ডি সাহাকে দেখা যাবে।
স্যান্ডি সাহাকে এবার চেনা রূপের বাইরে সিরিয়ালের চরিত্রে কেমন দেখা যাবে তা নিয়ে উৎসুখ তাঁর অনুরাগীরা।