ছবিতে দু'জনকে কাছাকাছি দেখা যাচ্ছে। সন্দীপ্তার ঘাড়ে হাত দিয়ে দাঁড়িয়ে তাঁর প্রেমিক। ছবিটি দিয়ে সন্দীপ্তা লিখেছেন, 'গল্প হলেও সত্যি।'
ওটিটি প্ল্যাটফর্মের উচ্চপদস্থ কর্মী এবং 'দ্য একেন' ছবির সৃজনশীল প্রযোজক সৌম্য মুখোপাধ্যায়ের সঙ্গে প্রেম করছেন তিনি।
আরও পড়ুন: আগেই জানতাম, সন্দীপ্তা নতুন প্রেম করছে, মুখ খুললেন রাহুল
advertisement
নিউজ18 বাংলাকে জানালেন, এক বন্ধুর গান মুক্তির অনুষ্ঠানে সৌম্যর সঙ্গে আলাপ হয়েছিল। সেটি বছরখানেক আগের ঘটনা। প্রেম হয়েছে কয়েক মাস আগে। তাঁরা একসঙ্গে ফিলিপিন্সে বেড়াতে গিয়েছিলেন। যদিও জুটিতে দু'টিতে নয়, তাঁদের সঙ্গে আরও তিন জন ছিলেন।
ভাল আছেন সন্দীপ্তা। নতুন প্রেমে মজে রয়েছেন। বিয়ে কবে করছেন? সন্দীপ্তা বললেন, ''সেটা এখনও ঠিক করিনি। তবে বিয়ের পরিকল্পনা করলে সবাইকে বলেই করব।''
আরও পড়ুন: প্রেম হল কি হল না, জল্পনা শুরু, দুটো মানুষকে সময় দেওয়া উচিত! বিস্ফোরক সন্দীপ্তা
সন্দীপ্তাকে 'সন্দীপ্তা' বলেই ডাকেন সৌম্য। 'স্য়ান্ডি' নয়। টলিপাড়ায় ওই নামেই এখন বেশি পরিচিত নায়িকা। তাই বললেন, ''মা খুব খুশি। 'সন্দীপ্তা' নামটা তো মা-ই দিয়েছিল। তাই প্রথম কেউ স্পষ্ট 'সন্দীপ্তা' বলে ডাকে দেখে মা আনন্দ পেয়েছে। আমিও ওর ভাল নাম ধরেই ডাকি।''