অবশেষে করোনা নেগেটিভ হিসেবে চিকিৎসা চলছে তাঁর। বিগত কয়েকদিন তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল হলেও সঙ্কটমুক্ত ছিল না। হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে, আজ সোমবার সন্ধ্যা মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থার খানিক উন্নতি হয়েছে। অক্সিজেন সব সময় এখন আর দিতে হচ্ছে না তাঁকে। নরম খাবার খাচ্ছেন সন্ধ্যা মুখোপাধ্যায় (Sandhya Mukhopadhyay health update)। পরিবারের সঙ্গে কথাবার্তাও বলছেন।
advertisement
আরও পড়ুন- লতা মঙ্গেশকরের বিদায়বেলায় দোয়া শাহরুখের, ভেজা চোখে হাজির আমির-রণবীর-বিদ্যারা, দেখুন
অ্যাপোলো হাসপাতালের তৃতীয় তলায় ৩৫৫ নম্বর মহারাজা সুটে রাখা হয়েছে গীতশ্রীকে (Sandhya Mukhopadhyay health update)। অ্যাপোলোতে ৬ সদস্যের মেডিকেল বোর্ড গঠন হয়েছে তাঁর চিকিৎসার জন্য। তিনি ডক্টর সুশান মুখোপাধ্যায় (ডিরেক্টর এবং এইচওডি কার্ডিওথোরাটিক সার্জারি) এবং কার্ডিওলজির এইচওডি ডক্টর প্রকাশ চন্দ্র মণ্ডলের চিকিৎসায় রয়েছেন। পালমোনলজিস্ট দেবরাজ জস ও সিনিয়র অর্থোপেডিক সার্জেন রঞ্জন কামিলিয়াও এই মেটিকেল টিমে রয়েছেন।
আরও পড়ুন- লতা মঙ্গেশকরের বাড়িতে অনুপম খের, সান্ত্বনা আশা ভোঁসলেকে...
সন্ধ্যা মুখোপাধ্যায় করোনা পজিটিভের পাশাপাশি ফুসফুসে গভীর সংক্রমণ নিয়ে ভর্তি হয়েছিলেন। এছাড়াও একাধিক অঙ্গ ঠিকভাবে কাজ করছে না অর্থাৎ মাল্টি অর্গ্যান ডিসফাংশন রয়েছে তাঁর। একটি মাইল্ড হার্ট অ্যাটাকও হয়েছে তাঁর। তবে নতুন করে কোনও সমস্যা দেখা দেয়নি। আপাতত চিকিৎসকরা গীতশ্রীকে সুস্থ করে তোলার চেষ্টা করছেন। তবে আজ শারীরিক কিছুটা উন্নতি হওয়ায় খানিক স্বস্তিতে তাঁর অনুরাগীরা।