Shah Rukh Khan at Lata Mangeshkar Funeral: লতা মঙ্গেশকরের বিদায়বেলায় দোয়া শাহরুখের, ভেজা চোখে হাজির আমির-রণবীর-বিদ্যারা, দেখুন
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
তার মধ্যে বিশেষ করে নজর কেড়েছেন শাহরুখ খান (Shah Rukh Khan at Lata Mangeshkar Funeral)।
রবিবার প্রয়াত হন ভারতের কোকিলকণ্ঠী সুরসম্রাজ্ঞী ভারতরত্ন গায়িকা লতা মঙ্গেশকর। সকালে এই খবর ছড়িয়ে পড়ার পরই মন খারাপ গোটা দেশের। বলিউডও সারা দিন ডুবে থাকল লতার স্মৃতিতেই। শেষকৃত্যে হাজির হয়েছিলেন বলিউডের একাধিক তারকা। তার মধ্যে বিশেষ করে নজর কেড়েছেন শাহরুখ খান (Shah Rukh Khan at Lata Mangeshkar Funeral)।
advertisement
ছেলে আরিয়ান খানের মাদক কাণ্ডে গ্রেফতারির পর থেকে প্রকাশ্যে দেখা যায়নি শাহরুখ খানকে (Shah Rukh Khan at Lata Mangeshkar Funeral)। গত বছর মাদক কাণ্ডে গ্রেফতার হন আরিয়ান খান (Aryan Khan)। জামিন পাওয়া নিয়ে দীর্ঘ আইনি জটিলতার বেশ কিছুদিন পর জামিন পান তিনি। সেই সমস্ত কারণে শ্যুটিং থেকে বেশ কিছুদিনের জন্য বিরতি নিয়েছিলেন শাহরুখ খান। গত বছরের শেষের দিকে শ্যুটিংয়ে ফিরেছেন। কিন্তু তাঁকে প্রকাশ্যে এর মাঝে দেখা যায়নি।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement