সমিরা রেড্ডি৷ দারুণ সুন্দরী ও দাপুটে অভিনেত্রী৷ তিনিই কিনা বিগস্ক্রিন বিদায় জানিয়েছিলেন এমন কারণে৷ মা হওয়ার পর ব্যাপক ওজন বেড়ে গিয়েছিল সমিরার৷ প্রায় ১০২ কেজি হয়ে গিয়েছিলেন তিনি৷ এতটাই স্থুল হয়ে গিয়েছিলেন যে নিজের শরীর নিজেই মেনে নিতে পারছিলেন না৷ মানসিক সমস্যাও শুরু হয়ে গিয়েছিল৷ তাই স্ক্রিন থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন৷ পর্দায় যিনি অসংখ্য মানুষের মন জয় করতেন, তিনিই আর কারও সঙ্গে মিশতে চাইতেন না৷
advertisement
আরও পড়ুন ফিনফিনে জামা, দেখা যাচ্ছে উরু! অভিনেত্রীর পোশাক নিয়ে শোরগোল...দেখুন
তবে নিজের এই মনোভাব দূর করতে অনেক পরিশ্রম করতে হয়েছে তাকে৷ কঠির পরিশ্রম ও অধ্যাবশায় কাটিয়ে ফেলেছেন এই মানষিক চাপ৷ ওজন ঝড়িয়েছেন৷ আবার আগের মতো করে তুলেছেন৷ এবং এই কথা নিজেই সোশ্যাল মিডিয়ায় লিখেছেন সামিরা৷ ধন্যবাদ জানিয়েছেন সেই মানুষগুলিকে যারা তাকে সাহায্য করেছেন৷ এবং অসংখ্য মহিলা যারা প্রসবের পর ভয়ানক অবসাদে ভুগছেন, তাদের জন্য বার্তা দিয়েছেন সমিরা৷