সংবাদমাধ্যমে প্রকাশিত একটি রিপোর্ট অনুযায়ী, সোমবার সকালেই চারহাত এক হয়েছে রাজ এবং সামান্থার। একেবারে ঘনিষ্ঠ বৃত্তে, ব্যক্তিগত অনুষ্ঠানে কোনওরকম আড়ম্বর ছাড়াই বিয়ে সেরেছেন পরিচালক এবং অভিনেত্রী জুটি। তাঁদের ঘনিষ্ঠ কয়েকজন বন্ধুবান্ধব এবং পরিবারের সদস্যরাই নাকি উপস্থিত ছিলেন অনুষ্ঠানে।
advertisement
ওই রিপোর্টে প্রকাশ, ‘‘বিয়ে হয়েছে লিঙ্গ ভৈরবী মন্দিরে। ইশা যোগা সেন্টারের ভেতরে খুব সকালে।’’ অনুষ্ঠানটা ইচ্ছাকৃতভাবে ছোট পরিসরে রাখা হয়েছিল, মাত্র ৩০ জন অতিথি উপস্থি ছিলেন। সামান্থা নাকি লাল রঙের শাড়িতে সেজেছিলেন বিয়ের দিনে। ঘরোয়া পরিবেশে, একেবারে ছিমছামভাবে বিয়ে সেরেছেন স্যাম।
প্রসঙ্গত, গত কয়েকমাস ধরেই রাজ এবং সামান্থার সম্পর্ক নিয়ে জল্পনা চলছিল। পেশাগতভাবে, তাদের সম্পর্ক শুরু হয় দ্য ফ্যামিলি ম্যান ২ (২০২১) থেকে। ফ্যামিলি ম্যান খ্যাত পরিচালক জুটি রাজ এন্ড ডিকে-রই একজন হলেন রাজ নিদিমোরু। এরপরেও বেশ কয়েকটি সিরিজে একসঙ্গে কাজ করেছেন পরিচালক এবং অভিনেত্রী জুটি। সূত্রের খবর, একসঙ্গে কাজ করার ফলে তাদের ব্যক্তিগত সম্পর্ক আরও দৃঢ় হয়, যা পরে প্রেমের সম্পর্কে পরিণত হয়।
সামান্থা এর আগে বিয়ে করেছিলেন দক্ষিণী অভিনেতা তথা নাগার্জুনের পুত্র নাগা চৈতন্যকে। বিয়ের চার বছর দু’জনে বিচ্ছেদের ঘোষণা করেন। ২০২২ সালে তাদের ডিভোর্স হয়। বর্তমানে অভিনেত্রী শোভিতা ধুলাপালাকে বিয়ে করেছেন। খবর সত্যি হলে এবার গাঁটছড়া বাঁধলেন সামান্থাও।
