TRENDING:

Samantha Ruth Prabhu Marriage: ৩০ জন আমন্ত্রিতকে নিয়ে ছিমছাম বিয়ে... দ্বিতীয়বার গাঁটছড়া বাঁধলেন সামান্থা! পাত্র ‘ফ‍্যামিলি ম‍্যান’ খ‍্যাত পরিচালক রাজ

Last Updated:

Samantha Ruth Prabhu Marriage: দ্বিতীয়বার বিয়ে সেরে ফেলেছেন অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। পাত্র ‘ফ‍্যামিলি ম‍্যান’ খ‍্যাত পরিচালক রাজ নিদিমোরু

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দ্বিতীয়বার বিয়ে সেরে ফেলেছেন অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। পাত্র ‘ফ‍্যামিলি ম‍্যান’ খ‍্যাত পরিচালক রাজ নিদিমোরু। বেশ কিছুদিন ধরে চলতে থাকা জল্পনাতেই পড়েছে সিলমোহর। সংবাদমাধ‍্যমে প্রকাশিত হয়েছে এমনই খবর। যদিও এ বিষয়ে পাত্র-পাত্রী এখনও মুখ খোলেননি।
৩০ জন আমন্ত্রিতকে নিয়ে ছিমছাম বিয়ে... দ্বিতীয়বার গাঁটছড়া বাঁধলেন সামান্থা! পাত্র ‘ফ‍্যামিলি ম‍্যান’ খ‍্যাত পরিচালক রাজ
৩০ জন আমন্ত্রিতকে নিয়ে ছিমছাম বিয়ে... দ্বিতীয়বার গাঁটছড়া বাঁধলেন সামান্থা! পাত্র ‘ফ‍্যামিলি ম‍্যান’ খ‍্যাত পরিচালক রাজ
advertisement

সংবাদমাধ‍্যমে প্রকাশিত একটি রিপোর্ট অনুযায়ী, সোমবার সকালেই চারহাত এক হয়েছে রাজ এবং সামান্থার। একেবারে ঘনিষ্ঠ বৃত্তে, ব‍্যক্তিগত অনুষ্ঠানে কোনওরকম আড়ম্বর ছাড়াই বিয়ে সেরেছেন পরিচালক এবং অভিনেত্রী জুটি। তাঁদের ঘনিষ্ঠ কয়েকজন বন্ধুবান্ধব এবং পরিবারের সদস‍্যরাই নাকি উপস্থিত ছিলেন অনুষ্ঠানে।

আরও পড়ুন: সন্তানকে নবোদয় বিদ্যালয়, সৈনিক স্কুলে ভর্তি করানোর ইচ্ছে! ভর্তির পরীক্ষায় সহজে ‘চান্স’ পাওয়ার ফর্মুলা শেখালেন অভিজ্ঞ শিক্ষক

advertisement

ওই রিপোর্টে প্রকাশ, ‘‘বিয়ে হয়েছে লিঙ্গ ভৈরবী মন্দিরে। ইশা যোগা সেন্টারের ভেতরে খুব সকালে।’’ অনুষ্ঠানটা ইচ্ছাকৃতভাবে ছোট পরিসরে রাখা হয়েছিল, মাত্র ৩০ জন অতিথি উপস্থি ছিলেন। সামান্থা নাকি লাল রঙের শাড়িতে সেজেছিলেন বিয়ের দিনে। ঘরোয়া পরিবেশে, একেবারে ছিমছামভাবে বিয়ে সেরেছেন স‍্যাম।

আরও পড়ুন: ডিসেম্বর মাসে সূর্য, বৃহস্পতি-সহ ৫ গ্রহের গোচর, চর্তুগ্রহী যোগ…শেষ মাসেই মেষ সমেত ৫ রাশির বাম্পার লাভ, সোনায় মুড়বে কপাল

advertisement

প্রসঙ্গত, গত কয়েকমাস ধরেই রাজ এবং সামান্থার সম্পর্ক নিয়ে জল্পনা চলছিল। পেশাগতভাবে, তাদের সম্পর্ক শুরু হয় দ‍্য ফ‍্যামিলি ম‍্যান ২ (২০২১) থেকে। ফ‍্যামিলি ম‍্যান খ‍্যাত পরিচালক জুটি রাজ এন্ড ডিকে-রই একজন হলেন রাজ নিদিমোরু। এরপরেও বেশ কয়েকটি সিরিজে একসঙ্গে কাজ করেছেন পরিচালক এবং অভিনেত্রী জুটি। সূত্রের খবর, একসঙ্গে কাজ করার ফলে তাদের ব্যক্তিগত সম্পর্ক আরও দৃঢ় হয়, যা পরে প্রেমের সম্পর্কে পরিণত হয়।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
চোখের পলকে রাস্তায় মিলিয়ে যাচ্ছে যুবক! স্কেটিং করে ভারত চষে ফেলার টার্গেট
আরও দেখুন

সামান্থা এর আগে বিয়ে করেছিলেন দক্ষিণী অভিনেতা তথা নাগার্জুনের পুত্র নাগা চৈতন‍্যকে। বিয়ের চার বছর দু’জনে বিচ্ছেদের ঘোষণা করেন। ২০২২ সালে তাদের ডিভোর্স হয়। বর্তমানে অভিনেত্রী শোভিতা ধুলাপালাকে বিয়ে করেছেন। খবর সত‍্যি হলে এবার গাঁটছড়া বাঁধলেন সামান্থাও।

বাংলা খবর/ খবর/বিনোদন/
Samantha Ruth Prabhu Marriage: ৩০ জন আমন্ত্রিতকে নিয়ে ছিমছাম বিয়ে... দ্বিতীয়বার গাঁটছড়া বাঁধলেন সামান্থা! পাত্র ‘ফ‍্যামিলি ম‍্যান’ খ‍্যাত পরিচালক রাজ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল