TRENDING:

সলমন খানের বডিগার্ড শেরা-র বিরুদ্ধে জারি হল গ্রেফতারি পরোয়ানা !

Last Updated:

সলমন খানের বডিগার্ডে শেরা-র বিরুদ্ধে জারি হল গ্রেফতারি পরোয়ানা ৷ এক ব্যক্তিকে মারধর করায় ও বন্দুক দেখিয়ে হুমকি দেওয়ার

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: সলমন খানের বডিগার্ড শেরা-র বিরুদ্ধে জারি হল গ্রেফতারি পরোয়ানা ৷ বুধবার এক ব্যক্তিকে মারধর করায় ও বন্দুক দেখিয়ে হুমকি দেওয়ার অভিযোগে মুম্বইয়ের ডিনএন নগর থানায় দায়ের হল অভিযোগ ৷
advertisement

খবর অনুযায়ী, রাত ২.৩০ নাগাদ মুম্বইয়ের এক পাবে এক ব্যক্তির সঙ্গে সলমনের দেহরক্ষী শেরার বচসা শুরু হয় ৷ পাবে ঢোকা নিয়েই মূলত অশান্তির সূত্রপাত ঘটে ৷ অশান্তি তুমুল পর্যায় গেলে, সলমনের দেহরক্ষী শেরা ও তার দুআ বন্ধু মিলে চড়াও হয় ব্যক্তি ওপর ৷ ব্যক্তিকে শেরা এমনভাবে মারধর করে, যে তার ‘কলার বোন’ ভেঙে যায় ৷ এমনকী, শেরার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, শেরা নাকি বন্দুক তুলে প্রাণ নাশের হুমকিও দেন ব্যক্তিকে ৷

advertisement

প্রায় ১৮ বছর ধরে সলমনের দেহরক্ষী শেরা ৷ বলা হয় সলমনের সবচেয়ে ঘনিষ্ঠতম ব্যক্তির মধ্যে একজন হল এই শেরা ৷ এমনকী, সলমনের ‘বডিগার্ড’ ছবির প্রোমোশনের সময় সলমন জানিয়েছিলেন, শেরা থেকেই অনুপ্রাণিত হয়েই তিনি এই ছবিতে অভিনয় করেছিলেন ৷

তবে এরকম ঘটনা সলমনও ঘটিয়েছেন বহুবার ৷ জুলাই মাসে এক নতুন বিতর্কে জড়িয়ে পড়লেন সলমন ৷ মুম্বই বিমান বন্দরে বিমান কর্মীদের সঙ্গে রীতিমতো হাতাহাতিতে জড়িয়ে পড়লেন সল্লু ৷ সলমনের ব্যবহারকে কেন্দ্রকে শুরু হল নতুন বচসা৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

খবর অনুযায়ী, মুম্বই থেকে দিল্লিতে যাওয়ার কথা ছিল সলমনের ৷ আর তার জন্যই প্লেন ছাড়ার মাত্র কয়েক মিনিট আগেই বিমান বন্দরে এসে উপস্থিত হন তিনি৷ বিমান বন্দরে দেরিতে আসার কারণে, বিশেষ করে নিরাপত্তার কারণে, বিমানকর্মীরা সলমনকে বোর্ডিং পাস দিতে মানা করে ৷ আর সেই কারণেই মুম্বই বিমান বন্দরে বিমানকর্মীদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন সলমন ৷ তবে পরে অবশ্য সমস্যা মেটে এবং অন্য একটি বিমানে সলমনকে পাঠানো হয় দিল্লিতে !

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
সলমন খানের বডিগার্ড শেরা-র বিরুদ্ধে জারি হল গ্রেফতারি পরোয়ানা !
Open in App
হোম
খবর
ফটো
লোকাল