TRENDING:

সলমন খানের বডিগার্ড শেরা-র বিরুদ্ধে জারি হল গ্রেফতারি পরোয়ানা !

Last Updated:

সলমন খানের বডিগার্ডে শেরা-র বিরুদ্ধে জারি হল গ্রেফতারি পরোয়ানা ৷ এক ব্যক্তিকে মারধর করায় ও বন্দুক দেখিয়ে হুমকি দেওয়ার

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: সলমন খানের বডিগার্ড শেরা-র বিরুদ্ধে জারি হল গ্রেফতারি পরোয়ানা ৷ বুধবার এক ব্যক্তিকে মারধর করায় ও বন্দুক দেখিয়ে হুমকি দেওয়ার অভিযোগে মুম্বইয়ের ডিনএন নগর থানায় দায়ের হল অভিযোগ ৷
advertisement

খবর অনুযায়ী, রাত ২.৩০ নাগাদ মুম্বইয়ের এক পাবে এক ব্যক্তির সঙ্গে সলমনের দেহরক্ষী শেরার বচসা শুরু হয় ৷ পাবে ঢোকা নিয়েই মূলত অশান্তির সূত্রপাত ঘটে ৷ অশান্তি তুমুল পর্যায় গেলে, সলমনের দেহরক্ষী শেরা ও তার দুআ বন্ধু মিলে চড়াও হয় ব্যক্তি ওপর ৷ ব্যক্তিকে শেরা এমনভাবে মারধর করে, যে তার ‘কলার বোন’ ভেঙে যায় ৷ এমনকী, শেরার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, শেরা নাকি বন্দুক তুলে প্রাণ নাশের হুমকিও দেন ব্যক্তিকে ৷

advertisement

প্রায় ১৮ বছর ধরে সলমনের দেহরক্ষী শেরা ৷ বলা হয় সলমনের সবচেয়ে ঘনিষ্ঠতম ব্যক্তির মধ্যে একজন হল এই শেরা ৷ এমনকী, সলমনের ‘বডিগার্ড’ ছবির প্রোমোশনের সময় সলমন জানিয়েছিলেন, শেরা থেকেই অনুপ্রাণিত হয়েই তিনি এই ছবিতে অভিনয় করেছিলেন ৷

তবে এরকম ঘটনা সলমনও ঘটিয়েছেন বহুবার ৷ জুলাই মাসে এক নতুন বিতর্কে জড়িয়ে পড়লেন সলমন ৷ মুম্বই বিমান বন্দরে বিমান কর্মীদের সঙ্গে রীতিমতো হাতাহাতিতে জড়িয়ে পড়লেন সল্লু ৷ সলমনের ব্যবহারকে কেন্দ্রকে শুরু হল নতুন বচসা৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
চা বিক্রির টাকায় তিন বছরে ৬৯ হাজার কয়েন! মেয়ের জন্য স্কুটি কিনে চমকে দিলেন বাবা
আরও দেখুন

খবর অনুযায়ী, মুম্বই থেকে দিল্লিতে যাওয়ার কথা ছিল সলমনের ৷ আর তার জন্যই প্লেন ছাড়ার মাত্র কয়েক মিনিট আগেই বিমান বন্দরে এসে উপস্থিত হন তিনি৷ বিমান বন্দরে দেরিতে আসার কারণে, বিশেষ করে নিরাপত্তার কারণে, বিমানকর্মীরা সলমনকে বোর্ডিং পাস দিতে মানা করে ৷ আর সেই কারণেই মুম্বই বিমান বন্দরে বিমানকর্মীদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন সলমন ৷ তবে পরে অবশ্য সমস্যা মেটে এবং অন্য একটি বিমানে সলমনকে পাঠানো হয় দিল্লিতে !

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
সলমন খানের বডিগার্ড শেরা-র বিরুদ্ধে জারি হল গ্রেফতারি পরোয়ানা !
Open in App
হোম
খবর
ফটো
লোকাল