TRENDING:

এই কারণেই আমিরের হাতে-পায়ে পড়তে চান সলমন !

Last Updated:

গোটা বলিউড জানেন, সলমন-শাহরুখের ঠান্ডা লড়াই ৷ অন্যদিকে সলমনের সঙ্গে আমিরের বন্ধুত্বের কথাও জানে বলিউড৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: গোটা বলিউড জানেন, সলমন-শাহরুখের ঠান্ডা লড়াই ৷ অন্যদিকে সলমনের সঙ্গে আমিরের বন্ধুত্বের কথাও জানে বলিউড৷ বজরঙ্গি ভাইজান ছবি দেখে, কিংবা সুলতান ছবি দেখে প্রায় কেঁদেই ফেলেছিলেন আমির৷ অন্যদিকে আমিরের ‘পিকে’ দেখে তো হতবাক সলমন !
advertisement

আমির-সলমন তাই দু’জনেই বিন্দাস নিজেদের নিয়ে মস্করা করতে৷ কিছুদিন আগে এক সাক্ষাৎকারে আমির স্পষ্ট বলেছিলেন, ‘সলমন দেখছি বিয়ে করছেই না ৷ আমি এবার সলমনের হাতে-পায়ে পড়ে যাব ৷ বলব ভাই, প্লিজ এবার বিয়েটা কর ৷’

সেরা ভিডিও

আরও দেখুন
ছট পুজো ঘাটে নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ-প্রশাসনের কড়াকড়ি! জারি করা হল 'এইসব' নির্দেশ
আরও দেখুন

সম্প্রতি ‘টিউবলাইট’ ছবির প্রোমোশনেও আমিরের সেই মন্তব্যের কথা উঠলে, সলমন স্পষ্ট জানান, ‘হ্যাঁ, আমি শুনেছি আমির আমার বিয়ে নিয়ে বেশ চিন্তিত ৷ তবে আমিও আমিরকে নিয়ে খুবই দুশ্চিন্তায় ৷ আমি আমিরের হাতে পায়ে পড়তে চাই, যেন আমির তৃতীয়বার বিয়ে না করে বসেন !’

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
এই কারণেই আমিরের হাতে-পায়ে পড়তে চান সলমন !