TRENDING:

এই কারণেই আমিরের হাতে-পায়ে পড়তে চান সলমন !

Last Updated:

গোটা বলিউড জানেন, সলমন-শাহরুখের ঠান্ডা লড়াই ৷ অন্যদিকে সলমনের সঙ্গে আমিরের বন্ধুত্বের কথাও জানে বলিউড৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: গোটা বলিউড জানেন, সলমন-শাহরুখের ঠান্ডা লড়াই ৷ অন্যদিকে সলমনের সঙ্গে আমিরের বন্ধুত্বের কথাও জানে বলিউড৷ বজরঙ্গি ভাইজান ছবি দেখে, কিংবা সুলতান ছবি দেখে প্রায় কেঁদেই ফেলেছিলেন আমির৷ অন্যদিকে আমিরের ‘পিকে’ দেখে তো হতবাক সলমন !
advertisement

আমির-সলমন তাই দু’জনেই বিন্দাস নিজেদের নিয়ে মস্করা করতে৷ কিছুদিন আগে এক সাক্ষাৎকারে আমির স্পষ্ট বলেছিলেন, ‘সলমন দেখছি বিয়ে করছেই না ৷ আমি এবার সলমনের হাতে-পায়ে পড়ে যাব ৷ বলব ভাই, প্লিজ এবার বিয়েটা কর ৷’

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

সম্প্রতি ‘টিউবলাইট’ ছবির প্রোমোশনেও আমিরের সেই মন্তব্যের কথা উঠলে, সলমন স্পষ্ট জানান, ‘হ্যাঁ, আমি শুনেছি আমির আমার বিয়ে নিয়ে বেশ চিন্তিত ৷ তবে আমিও আমিরকে নিয়ে খুবই দুশ্চিন্তায় ৷ আমি আমিরের হাতে পায়ে পড়তে চাই, যেন আমির তৃতীয়বার বিয়ে না করে বসেন !’

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
এই কারণেই আমিরের হাতে-পায়ে পড়তে চান সলমন !