ম্যায়নে পেয়ার কিয়া ছবিটি বক্স অফিসে হিট ছিল। কিন্তু তার পরে কোনও কাজই পাননি সলমন। কারণ ছবির জন্য সমস্ত প্রশংসাই নাকি পেয়েছিলেন নায়িকা ভাগ্যশ্রী। সলমন জানান, পরিচালক রমেশ টৌরানিও তাঁকে কেরিয়ার বাঁচাতে খুব সাহায্য করেছিলেন। ১৯৮৯ সালে নায়ক হিসেবে ম্যায়নে পেয়ার কিয়া ছিল সলমনের প্রথম ছবি। এটি ছিল ভাগ্যশ্রীর প্রথম ছবি। বক্স অফিসে তুমুল ব্যবসা করেছিল সেই সময়ে এই ছবি।
advertisement
এই ছবির কিছুদিন পরেই ভাগ্যশ্রী ঘোষণা করেন, তিনি অভিনয় ছাড়ছেন। খুব শীঘ্রই বিয়ে করছেন হিমালয় দাসানিকে। সলমন আইফাতে বলছেন, "ম্যায়নে পেয়ার কিয়ার পরে ভাগ্যশ্রী সিদ্ধান্ত নিল, ও আর অভিনয় করবেনা। কারণ ও বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছে। তার পরে ছবির জন্য ওই পুরো সুনাম অর্জন করে চলে গেল। টানা ছয় মা, আমার হাতে কোনও ছবি ছিল না। তার পরে ঈশ্বর স্বরূপ এক মানুষ, রমেশ টৌরানি আমার জীবনে আসেন।"
সলমন জানান, এর পরে সেই রমেশ টৌরানির জন্যই তাঁর হাতে আসে 'পাত্থর কে ফুল' ছবিটি। ১৯৯১ সালে মুক্তি পেয়েছিল এই ছবি। এখানেই শেষ নয়। অভিনেতা সুনীল শেট্টিকেও এই মঞ্চে ধন্যবাদ জানান সলমন। একটি ওয়ালেট ও একটি শার্ট খুব পছন্দ হয়েছিল সলমনের। কিন্তু কেনার সামর্থ ছিল না। সেই শার্ট ও ওয়ালেট উপহার দিয়েছিলেন সুনীল।
এদিন বনি কাপুরকেও আলিঙ্গন করে কৃতজ্ঞতা জানান ভাইজান। অভিনেতা বলছেন, "সারা জীবন ধরে বনি কাপুর আমায় অনেক সাহায্য করেছেন। সময় যখন ভাল যাচ্ছিল না তখন ওয়ান্টেড ছবিটা তিনিই আমায় দিয়েছিলেন। আর তার পরে আমি পর পর কাজ পেয়েছিলাম।"
আরও পড়ুন- সলমন ও সেলিম খানকে ফের হুমকি! নিরাপত্তা বাড়ানোর সিদ্ধান্ত নিল মহারাষ্ট্র সরকার
প্রসঙ্গত, কাজের দিক থেকে সলমনকে এর পরে দেখা যাবে কভি ইদ কভি দিওয়ালি ছবিতে। ছবিতে রয়েছেন পূজা হেগড়ে ও শেহনাজ গিলও। এছাড়াও তিনি ক্যাটরিনা কাইফের সঙ্গে টাইগার ৩ নিয়েও ব্যস্ত।