২১ এপ্রিল মুক্তি পাচ্ছে সলমন খানের বহু প্রতীক্ষিত ছবি। তার আগেই অনুরাগীদের উদ্দেশে বিশেষ বার্তা অভিনেতার। ইনস্টাগ্রামে তিনি লেখেন, 'কাজের থেকে ভাল কিছু হয় না। তাই খালি বসে থেকে সময় কাটাবেন না। কাজ করুন। আর চার দিন পর মুক্তি পাবে কিসি কি ভাই কিসি কি জান। পরিশ্রম না করলে পরিবারকে পারিবারিক ছবি কী ভাবে দেখাবেন? অগ্রিম টিকিট বুকিং খুলে গিয়েছে। আপনারা বন্ধ করে দিন।'
advertisement
আরও পড়ুন: প্রিয়াঙ্কা চোপড়া স্মাগলিং করতে চাইছেন, কীসের পাচার? জানলে মাথা ঘুরে যাবে!
আরও পড়ুন: অভিনয় না করেও কীভাবে কোটি কোটি টাকা আয় করেন রেখা! সম্পত্তির পরিমাণ কত জানেন
এই লেখার সঙ্গে নিজের একটি ছবিও জুড়ে দিয়েছেন সলমন। সাদা রঙের শার্ট, কালো টাইয়ে অনুরাগীদের তাক লাগিয়েছেন অভিনেতা।
'দাবাং ৩', 'রাধে', 'অন্তিম', বিগত কয়েক বছরে বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে সলমনের ছবি। এ বার কি ছন্দে ফিরবেন তিনি? এখন সেটাই দেখার।
