TRENDING:

Salman Khan: পরপর সব ছবি ফ্লপ! 'কিসি কি ভাই...'-এর মুক্তির আগে অনুরাগীদের কী বার্তা দিলেন সলমন

Last Updated:

Salman Khan: ২১ এপ্রিল মুক্তি পাচ্ছে সলমন খানের বহু প্রতীক্ষিত ছবি। তার আগেই অনুরাগীদের উদ্দেশে বিশেষ বার্তা অভিনেতার।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: তিনি যাতেই হাত দেন, সোনা ফলে। সলমন খানকে নিয়ে বলিউডে এমনটাই বলা হয়। তবে বিগত কয়েক বছরে যদিও উল্টোটাই হয়েছে। পরপর ফ্লপ দিয়ে গিয়েছেন অভিনেতা। কাঙ্ক্ষিত ব্যবসা করতে পারেনি তাঁর কোনও ছবি। প্রশ্ন উঠেছে, তবে কি 'ভাইজান'-এর মহিমায় ভাটা পড়ল? তারই উত্তর দিতে ফিরছেন তিনি। মুক্তি পাচ্ছে 'কিসি কি ভাই কিসি কি জান'।
advertisement

২১ এপ্রিল মুক্তি পাচ্ছে সলমন খানের বহু প্রতীক্ষিত ছবি। তার আগেই অনুরাগীদের উদ্দেশে বিশেষ বার্তা অভিনেতার। ইনস্টাগ্রামে তিনি লেখেন, 'কাজের থেকে ভাল কিছু হয় না। তাই খালি বসে থেকে সময় কাটাবেন না। কাজ করুন। আর চার দিন পর মুক্তি পাবে কিসি কি ভাই কিসি কি জান। পরিশ্রম না করলে পরিবারকে পারিবারিক ছবি কী ভাবে দেখাবেন? অগ্রিম টিকিট বুকিং খুলে গিয়েছে। আপনারা বন্ধ করে দিন।'

advertisement

আরও পড়ুন: প্রিয়াঙ্কা চোপড়া স্মাগলিং করতে চাইছেন, কীসের পাচার? জানলে মাথা ঘুরে যাবে!

আরও পড়ুন: অভিনয় না করেও কীভাবে কোটি কোটি টাকা আয় করেন রেখা! সম্পত্তির পরিমাণ কত জানেন

এই লেখার সঙ্গে নিজের একটি ছবিও জুড়ে দিয়েছেন সলমন। সাদা রঙের শার্ট, কালো টাইয়ে অনুরাগীদের তাক লাগিয়েছেন অভিনেতা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দু’ পাশ দিয়ে বয়ে যাচ্ছে মহানন্দা ও মহিষমারি, মাঝে দাঁড়িয়ে উত্তরবঙ্গের একমাত্র সূর্যমন্দির
আরও দেখুন

'দাবাং ৩', 'রাধে', 'অন্তিম', বিগত কয়েক বছরে বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে সলমনের ছবি। এ বার কি ছন্দে ফিরবেন তিনি? এখন সেটাই দেখার।

বাংলা খবর/ খবর/বিনোদন/
Salman Khan: পরপর সব ছবি ফ্লপ! 'কিসি কি ভাই...'-এর মুক্তির আগে অনুরাগীদের কী বার্তা দিলেন সলমন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল