TRENDING:

Salman Khan: একফ্রেমে খান পরিবার, 'ইদ উল আদাহ'-তে সলমনের বড় চমক! খুশিতে আপ্লুত ভক্তরা

Last Updated:

Salman Khan: 'ইদ উল আদাহ' উপলক্ষ্যে বলিউড অভিনেতা সলমন খান নিজের সোশ্যাল মিডিয়ায় একটি পারিবারিক ছবি শেয়ার করেছেন, যা ভাইরাল হতে খুব বেশি সময় লাগেনি৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই: ইসলামদের বিভিন্ন উৎসবের মধ্যে অন্যতম একটি গুরুত্বপূর্ণ উৎসব হল ‘ইদ উল আদাহ’৷ এই ইদকে অনেকে ‘কোরবানি বা বকরি ইদ’ও বলে থাকে৷ এই উৎসব হল ত্যাগের প্রতীক৷ ‘ইদ উল আদাহ’ উপলক্ষ্যে বলিউড অভিনেতা সলমন খান নিজের সোশ্যাল মিডিয়ায় একটি পারিবারিক ছবি শেয়ার করেছেন, যা ভাইরাল হতে খুব বেশি সময় লাগেনি৷
advertisement

সলমনের শেয়ার করা ছবিতে দেখা যাচ্ছে, অভিনেতা বাবা সেলিম খান, মা সালমা খান, ভাই আরবাজ খান,সোহেল খান ,বোন আলভিরা খা নঅগ্নিহোত্রী এবং অর্পিতা খান শর্মা সঙ্গে পরিবারিক ছবিতে পোজ দিয়েছেন। পরিবারের সঙ্গে ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন,’ইদ উল আদাহ মুবারক’৷ মুহূর্তে ভাইরাল হয়েছে এই ছবি৷

সলমনের এই ছবি শেয়ার করতেই মাত্র ৩০ মিনিটের মধ্যেই ৩০০ হাজারেরও বেশি লাইক ও ৬০০০-এরও বেশি মন্তব্যে ভরে গিয়েছে সোশ্যাল মিডিয়ার পাতা৷ সলমনের থেকে এমন ইদি পেয়ে খুশিতে আপ্লুত ভক্তরা৷ কমেন্টে সকলেই ইদের শুভেচ্ছা জানিয়েছেন ভাইজানকে৷ একজন লিখেছেন, ‘সেই কখন থেকে স্যার আপনার পোস্টের অপেক্ষা করছি৷ ইদ মোবারক হো ভাইজান’৷ অন্য একজন লিখেছেন, ‘পরিবারই সবকিছু’৷ আরেকজন লিখেছে, ‘ইদ উল আদাহ মোবারক আপনাকে এবং পরিবারের সবাইকে’৷ নেটিজেনদের মধ্যে অন্য একজন লিখেছেন, ‘টাইগারের পরিবারের সকলকে ইদ মোবারক’৷ সব মিলিয়ে ভাইজানের এই পারিবারিক ছবি দেখে খুশিতে আপ্লুত হয়েছেন ভক্তরা৷

advertisement

আরও পড়ুন-৭ দিন কেটে গেলেও হাসপাতালে দীপিকা! ঠিক আছে তো ছোট্ট খুদে? মুখ খুললেন শোয়েব

আরও পড়ুন-অন্তঃসত্ত্বা শুভশ্রী! মা হওয়ার সুখবর দিয়েই শহর থেকে দূরে নায়িকা, সঙ্গী কে জানেন?

ওয়ার্ক ফ্রন্টের কথা বলতে গেলে, সালমান খানকে শেষ দেখা গিয়েছিল ‘কিসি কা ভাই কিসি কি জান’ ছবিতে। এর আগে, তিনি শাহরুখ খানের ‘পাঠান’ ছবিতে একটি ছোট চরিত্রে অভিনয় করেছিলেন। বর্তমানে ‘বিগ বস ওটিটি ২’-এর দ্বিতীয় সিজন হোস্ট করছেন সলমন ৷ এছাড়াও বহুল প্রতীক্ষিত ছবি ‘টাইগার ৩’- ছবিতে ক্যাটরিনা কাইফ এবং ইমরান হাশমির সঙ্গে দেখা যাবে৷

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Salman Khan: একফ্রেমে খান পরিবার, 'ইদ উল আদাহ'-তে সলমনের বড় চমক! খুশিতে আপ্লুত ভক্তরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল