Dipika-Shoaib: ৭ দিন কেটে গেলেও হাসপাতালে দীপিকা! ঠিক আছে তো ছোট্ট খুদে? মুখ খুললেন শোয়েব

Last Updated:
Dipika-Shoaib: ছেলে হওয়ার পর থেকে সমস্ত আপডেট সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন শোয়েব৷ দীপিকা এখন আগের থেকে সুস্থ, তবে ছেলে রয়েছেন এনআইসিইউ-তে অক্সিজেন সাপোর্টে৷
1/5
কেটে গিয়ে ৭ দিন৷ এখনও হাসপাতালে ভর্তি রয়েছেন  অভিনেত্রী দীপিরা কক্কর৷ গত   ২১ জুন  মা হয়েছেন দীপিকা৷ কোল আলো করে এসেছে ফুটফুটে পুত্রসন্তান৷ এখন কেমন আছে ছোট্ট খুদে তা জানার জন্য মুখিয়ে রয়েছেন ভক্তরা৷
কেটে গিয়ে ৭ দিন৷ এখনও হাসপাতালে ভর্তি রয়েছেন অভিনেত্রী দীপিরা কক্কর৷ গত ২১ জুন মা হয়েছেন দীপিকা৷ কোল আলো করে এসেছে ফুটফুটে পুত্রসন্তান৷ এখন কেমন আছে ছোট্ট খুদে তা জানার জন্য মুখিয়ে রয়েছেন ভক্তরা৷
advertisement
2/5
নির্দিষ্ট সময়ের অনেক আগেই সন্তানের জন্ম হয়েছে৷ যার কারণে সদ্যোজাতকে আপাতত এনআইসিইউ-তে রাখা হয়েছে৷ একসপ্তাহ কেটে গেলেও হাসপাতাল থেকে ছাড়া পায়নি দীপিকা৷ দুশ্চিন্তায় ঘুম উড়েছে নতুন বাবা ও মায়ের৷
নির্দিষ্ট সময়ের অনেক আগেই সন্তানের জন্ম হয়েছে৷ যার কারণে সদ্যোজাতকে আপাতত এনআইসিইউ-তে রাখা হয়েছে৷ একসপ্তাহ কেটে গেলেও হাসপাতাল থেকে ছাড়া পায়নি দীপিকা৷ দুশ্চিন্তায় ঘুম উড়েছে নতুন বাবা ও মায়ের৷
advertisement
3/5
 দীপিকা ও শোয়েব দু'জনেই সোশ্যাল মিডিয়ায় ভীষণ অ্যাক্টিভ৷ ছেলে হওয়ার পর থেকে সমস্ত আপডেট সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন অভিনেতা৷ দীপিকা এখন আগের থেকে সুস্থ, তবে ছেলে রয়েছেন এনআইসিইউ-তে অক্সিজেন সাপোর্টে৷
দীপিকা ও শোয়েব দু'জনেই সোশ্যাল মিডিয়ায় ভীষণ অ্যাক্টিভ৷ ছেলে হওয়ার পর থেকে সমস্ত আপডেট সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন অভিনেতা৷ দীপিকা এখন আগের থেকে সুস্থ, তবে ছেলে রয়েছেন এনআইসিইউ-তে অক্সিজেন সাপোর্টে৷
advertisement
4/5
 শোয়েব জানিয়েছেন, গত ২৪ তারিখেই চিকিৎসকেরা দীপিকাকে ছুটি দেওয়ার কথা বলেছিলেন৷ তবে ছেলের এই অবস্থায় রাজি হননি দীপিকা৷ এই মুহূর্তে আরও বেশ কিছুদিন হাসপাতালেই থাকতে হবে তাদের পুত্রসন্তানকে৷
শোয়েব জানিয়েছেন, গত ২৪ তারিখেই চিকিৎসকেরা দীপিকাকে ছুটি দেওয়ার কথা বলেছিলেন৷ তবে ছেলের এই অবস্থায় রাজি হননি দীপিকা৷ এই মুহূর্তে আরও বেশ কিছুদিন হাসপাতালেই থাকতে হবে তাদের পুত্রসন্তানকে৷
advertisement
5/5
শোয়েব আরও জানান, সন্তানের অবস্থা সঙ্কটজনক নয়৷  তবে আগের চেয়ে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে ছেলে৷ বেশ কিছু অসুবিধার জন্য দীপিকা এখনও হাসপাতালে রয়েছেন৷ তবে শীঘ্রই মা ও ছেলে বাড়িতে ফিরবেন৷  সকলকে সন্তানের সুস্থতার জন্য প্রার্থনা করতে বলেছেন অভিনেতা৷
শোয়েব আরও জানান, সন্তানের অবস্থা সঙ্কটজনক নয়৷ তবে আগের চেয়ে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে ছেলে৷ বেশ কিছু অসুবিধার জন্য দীপিকা এখনও হাসপাতালে রয়েছেন৷ তবে শীঘ্রই মা ও ছেলে বাড়িতে ফিরবেন৷ সকলকে সন্তানের সুস্থতার জন্য প্রার্থনা করতে বলেছেন অভিনেতা৷
advertisement
advertisement
advertisement