সংবাদমাধ্যমের কাছে একটি সূত্র জানিয়েছে যে, ইতিমধ্যেই সলমন এবং শাহরুখ দু’জনেই এপ্রিলে শ্যুটিংয়ের ডেট দিয়েছেন। গোটা গরমকাল জুড়েই চলবে ছবির শ্যুটিং। সূত্রটির বক্তব্য, এসআরকে এবং সলমন দু’জনেই তাঁদের ডেট দিয়ে দিয়েছেন। আসলে পরিস্থিতিই এমন যে, এই ছবিটি এপ্রিলের পরে কোনও ভাবেই ফ্লোরে যাওয়া চলবে না। ব্যালেন্স কাস্টও চূড়ান্ত হয়েছে। অন্যান্য বিষয়গুলি নিয়েও দ্রুত কাজ হচ্ছে।
advertisement
আরও পড়ুনSerial Actress Huge Earning: সিরিয়ালে কোন নায়িকার দর সবথেকে বেশি, প্রতি এপিসোডে আয় ১ লক্ষ টাকা?
তবে ক্যাটরিনা কাইফ এবং দীপিকা পাড়ুকোন এই ফ্র্যাঞ্চাইজিতে ফিরছেন কি না, সেটা এই মুহূর্তে স্পষ্ট নয়। আসলে ‘টাইগার’ সিরিজে জোয়া চরিত্রে দেখা গিয়েছিল ক্যাটরিনাকে। আবার ‘পাঠান’-এ রুবিনা হিসেবে ভক্তরা পেয়েছেন দীপিকাকে। তবে সবথেকে বড় কথা হল, এই ছবিতে কবীর হিসেবে দেখা যেতে পারে হৃতিক রোশন।
গত বছরেই ‘টাইগার ভার্সেস পাঠান’ ছবি নিয়ে কথাবার্তার উপরে শিলমোহর দিয়েছিলেন খোদ সলমন খান। এক সাক্ষাৎকারে ‘টাইগার ভার্সেস পাঠান’-এর টাইমলাইন প্রসঙ্গে প্রশ্ন করায় ভাইজান বলেছিলেন, “টাইগার সব সময় প্রস্তুত – তাই সব কিছু ঠিক হলেই আমি আছি।” এই ছবিটি পরিচালনা করবেন সিদ্ধার্থ আনন্দ। সংবাদমাধ্যমের সূত্র বলছে, বহুলচর্চিত ছবিটি আকাশছোঁয়া বাজেটের হতে চলেছে। আদিত্য চোপড়া এবং তাঁর টিম ‘টাইগার ভার্সেস পাঠান’-এর বাজেট ৩০০ কোটি টাকা নির্ধারণ করেছেন।