Serial Actress Huge Earning: সিরিয়ালে কোন নায়িকার দর সবথেকে বেশি, প্রতি এপিসোডে আয় ১ লক্ষ টাকা?
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
এক সময় খাবার কিনতে বেগ পেতে হত, এখন তিনিই কাটাচ্ছেন বিলাশবহুল জীবন!
সাফল্যের জন্য কঠোর পরিশ্রম এবং দৃঢ় সংকল্প প্রয়োজন। অর্থ উপার্জন এবং জনপ্রিয়তা এত সহজে মেলে না। প্রথম জীবনে বাধার মুখে পড়েই অনেকে পিছিয়ে আসেন লক্ষ্যের থেকে৷ তবে অনেকে রয়েছেন যাঁরা নিজেদের লক্ষ্যে বদ্ধপরিকর থাকেন৷ শেষ পর্যন্ত লড়ে যান৷ বিনোদন জগতে এমন অনেক অনুপ্রেরণাদায়ী সেলিব্রিটি রয়েছেন যাঁদের সাফল্যের কাহিনি গায়ে কাঁটা দেবে।
advertisement
advertisement
advertisement
দিব্যাঙ্কা একটি সাক্ষাৎকারে জানান যে তিনি তাঁর জীবনে অনেক আর্থিক সমস্যার মুখোমুখি হয়েছেন। একটি শো শেষে, তিনি বলেছিলেন যে তিনি আর্থিক বিষয়গুলি পরিচালনা করতে অনেক সমস্যার সম্মুখীন হন। তিনিই জানান যে একটি ধারাবাহিক শেষ মানেই অন্যটির জন্য সংগ্রাম শুরু৷ সেই সময় কোনও রোজগার থাকে না৷ ফলে বিভিন্ন বিল এবং ইএমআই মেটাতে হিমশিম খেতে হয়েছিল তাঁর৷
advertisement
দিব্যাঙ্কার মতে কোনও কাজই ছোট নয়৷ বেঁচে থাকার জন্য অর্থের প্রয়োজন, ফলে যে কোনও কাজই তাঁর জন্য আশীর্বাদের মতো৷ তিনি বলেন যে ২হাজার বা ৫ হাজার টাকা আয় করতেও তিনি রাজি৷ এমনকী এক সময় আবর্জনা বিক্রি করে জীবিকা নির্বাহ করেন তিনি৷ এক সময় তাঁর উদ্বেগ ছিল যে তাঁর পোষ্যের জন্য খাবার কোথা থেকে জোগার করবেন!
advertisement
শুধু টাকা আয় নয়, সঞ্চয়ের অভ্যাসের জন্যও তিনি কঠিন সময় নিজেকে বাঁচিয়ে নিয়েছেন, বলছেন দিব্যাঙ্কা৷ তিনি বলেন, কেউ সবসময় কিছু টাকা আলাদা রাখার পরামর্শ দিয়েছেন। এভাবেই কম রোজগারেও তিনি মুম্বইয়ে টিকে যান এবং শেষে তিনি ইয়ে হ্যায় মোহাব্বতেন সিরিয়ালটি পান, যা ছিল সুপার ডুপার হিট! এই কাজের থেকেই তিনি অনেক বেশি পারিশ্রমিক পেতে শুরু করেন৷
advertisement
advertisement
advertisement