TRENDING:

Salman Khan: ইদে মুক্তি পাচ্ছে ‘কিসি কা ভাই কিসি কা জান’! ছবি যদি ফ্লপ করে? ‘পুরো বিল...’ সলমন যা বলছেন জানলেও বিশ্বাস হবে না!

Last Updated:

Salman Khan on Kisika Bhai Kisika Jaan Movie: মুম্বইয়ে ছবিটির ট্রেলার মুক্তি পাওয়ার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সলমন-সহ সমস্ত তারকারা। ৫৮ বছর বয়সী সলমন বলেন যে, এই ছবিটা পুরো একটা প্যাকেজ। অ্যাকশন, রোম্যান্স এবং ফ্যামিলি ড্রামার মোড়কে এই ছবি ভক্তদের আনন্দ দেবে বলে আশা অভিনেতার।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই: প্রায় চার বছর পর মুখ্য ভূমিকায় বড় পর্দায় ফিরছেন বলিউডের ভাইজান। ইদের আগেই মুক্তি পেতে চলেছে সলমন খান অভিনীত ‘কিসি কা ভাই কিসি কি জান’ ছবি। ওই ছবির ট্রেলার মুক্তি পাওয়ার অনুষ্ঠানে বেশ ফুরফুরে মেজাজেই দেখা গেল তাঁকে! এমনকী, পরিচালক-সহ ছবির বাকি কলাকুশলীদের নিয়ে ঠাট্টা-তামাশাও করলেন তিনি!
ইদে মুক্তি পাচ্ছে ‘কিসি কা ভাই কিসি কা জান’! ছবি যদি ফ্লপ করে? ‘পুরো বিল...’ সলমন যা বলছেন জানলেও বিশ্বাস হবে না!
ইদে মুক্তি পাচ্ছে ‘কিসি কা ভাই কিসি কা জান’! ছবি যদি ফ্লপ করে? ‘পুরো বিল...’ সলমন যা বলছেন জানলেও বিশ্বাস হবে না!
advertisement

আগামী ২১ এপ্রিল মুক্তি পাচ্ছে ‘কিসি কা ভাই কিসি কি জান’। সলমন খান ফিল্ম (এসকেএফ) প্রোডাকশনের এই ছবিটির পরিচালক ফারহাদ শামজি। সলমনের পাশাপাশি রাম চরণ, পূজা হেগড়ে, শেহনাজ গিল, সিদ্ধার্থ নিগমের মতো তারকাদেরও ওই ছবিতে দেখা যাবে। এছাড়াও এই ছবিতে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে তেলুগু তারকা ভেঙ্কটেশকেও।

আরও পড়ুন- বফর্স কেলেঙ্কারিতে জড়িয়েছিল নাম! কঠিন সময়ে পাশে দাঁড়িয়ে অমিতাভের ডুবন্ত কেরিয়ার বাঁচিয়েছিলেন এই পরিচালক

advertisement

মুম্বইয়ে ছবিটির ট্রেলার মুক্তি পাওয়ার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সলমন-সহ সমস্ত তারকারা। ৫৮ বছর বয়সী সলমন বলেন যে, এই ছবিটা পুরো একটা প্যাকেজ। অ্যাকশন, রোম্যান্স এবং ফ্যামিলি ড্রামার মোড়কে এই ছবি ভক্তদের আনন্দ দেবে বলে আশা অভিনেতার। যদিও ছবি মুক্তির আগের একটা টেনশন তো রয়েছেই। কিন্তু তার মধ্যেও ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে খোশমেজাজেই ছিলেন সলমন।

advertisement

আরও পড়ুন- প্রতি মাসের নির্দিষ্ট ৫ দিনে ভুলেও করবেন না এই সব কাজ! বিশ্লেষণ করছেন জ্যোতিষ বিশেষজ্ঞ

ওই অনুষ্ঠানে ছবির পরিচালক অভিনেতার প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন। বলেন, “অনেক সুপারস্টারের সঙ্গেই কাজ করার সুযোগ আসতে পারে, কিন্তু সৌভাগ্যবানেরাই কেবল সলমনকে সুপারস্টার হিসেবে পান।” অভিনেতাও কম যান না। সরস ও সাবলীল ভঙ্গিতে জবাব দেন, “এই ছবিটা না চললে এর গোটা বিলটাই আমাকে মেটাতে হবে। আর উনি (পরিচালক) বলবেন, ইনিই সেই মানুষ, যাঁর জন্য এই ছবিটা চলল না। কিন্তু আসল স্ক্রিপ্টটা এখনও আমার কাছেই রয়েছে।”

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
একটা ফোন, বাড়িতে পৌঁছে যাবে খোদ বর্ধমানের বিখ্যাত সীতাভোগ! বড় উদ্যোগ মিষ্টি দোকানের
আরও দেখুন

এখানেই শেষ নয়, এই ছবি তৈরির অতীতের গল্পও শুনিয়েছেন সলমন। বলেন, ২০১৪ সালে ফারহাদ শামজি তামিল ছবি ‘বীরম’-এর রিমেক ‘বচ্চন পাণ্ডে’ করতে চেয়েছিলেন। এই রিমেকে অভিনেতা হিসেবে অক্ষয় কুমারকে নেওয়ার কথা ভাবেন। তবে পরে তিনি পরিকল্পনা বদল করেন। অন্য একটি তামিল ছবি ‘জিগরথান্ডা’-র রিমেক করে ‘বচ্চন পাণ্ডে’ বানিয়েছিলেন। যেহেতু এই দুই রিমেকের অধিকার ছিল নাদিয়াদওয়ালা গ্র্যান্ডসন এন্টারটেনমেন্টের হাতে, তাই শামজি ‘বীরম’ গল্পটিতে কিছু বদল আনেন। সলমন এগিয়ে আসেন ছবি করতে। আর এভাবেই তৈরি হয় ‘কিসি কা ভাই কিসি কি জান’!

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Salman Khan: ইদে মুক্তি পাচ্ছে ‘কিসি কা ভাই কিসি কা জান’! ছবি যদি ফ্লপ করে? ‘পুরো বিল...’ সলমন যা বলছেন জানলেও বিশ্বাস হবে না!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল