আগামী ২১ এপ্রিল মুক্তি পাচ্ছে ‘কিসি কা ভাই কিসি কি জান’। সলমন খান ফিল্ম (এসকেএফ) প্রোডাকশনের এই ছবিটির পরিচালক ফারহাদ শামজি। সলমনের পাশাপাশি রাম চরণ, পূজা হেগড়ে, শেহনাজ গিল, সিদ্ধার্থ নিগমের মতো তারকাদেরও ওই ছবিতে দেখা যাবে। এছাড়াও এই ছবিতে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে তেলুগু তারকা ভেঙ্কটেশকেও।
advertisement
মুম্বইয়ে ছবিটির ট্রেলার মুক্তি পাওয়ার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সলমন-সহ সমস্ত তারকারা। ৫৮ বছর বয়সী সলমন বলেন যে, এই ছবিটা পুরো একটা প্যাকেজ। অ্যাকশন, রোম্যান্স এবং ফ্যামিলি ড্রামার মোড়কে এই ছবি ভক্তদের আনন্দ দেবে বলে আশা অভিনেতার। যদিও ছবি মুক্তির আগের একটা টেনশন তো রয়েছেই। কিন্তু তার মধ্যেও ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে খোশমেজাজেই ছিলেন সলমন।
আরও পড়ুন- প্রতি মাসের নির্দিষ্ট ৫ দিনে ভুলেও করবেন না এই সব কাজ! বিশ্লেষণ করছেন জ্যোতিষ বিশেষজ্ঞ
ওই অনুষ্ঠানে ছবির পরিচালক অভিনেতার প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন। বলেন, “অনেক সুপারস্টারের সঙ্গেই কাজ করার সুযোগ আসতে পারে, কিন্তু সৌভাগ্যবানেরাই কেবল সলমনকে সুপারস্টার হিসেবে পান।” অভিনেতাও কম যান না। সরস ও সাবলীল ভঙ্গিতে জবাব দেন, “এই ছবিটা না চললে এর গোটা বিলটাই আমাকে মেটাতে হবে। আর উনি (পরিচালক) বলবেন, ইনিই সেই মানুষ, যাঁর জন্য এই ছবিটা চলল না। কিন্তু আসল স্ক্রিপ্টটা এখনও আমার কাছেই রয়েছে।”
এখানেই শেষ নয়, এই ছবি তৈরির অতীতের গল্পও শুনিয়েছেন সলমন। বলেন, ২০১৪ সালে ফারহাদ শামজি তামিল ছবি ‘বীরম’-এর রিমেক ‘বচ্চন পাণ্ডে’ করতে চেয়েছিলেন। এই রিমেকে অভিনেতা হিসেবে অক্ষয় কুমারকে নেওয়ার কথা ভাবেন। তবে পরে তিনি পরিকল্পনা বদল করেন। অন্য একটি তামিল ছবি ‘জিগরথান্ডা’-র রিমেক করে ‘বচ্চন পাণ্ডে’ বানিয়েছিলেন। যেহেতু এই দুই রিমেকের অধিকার ছিল নাদিয়াদওয়ালা গ্র্যান্ডসন এন্টারটেনমেন্টের হাতে, তাই শামজি ‘বীরম’ গল্পটিতে কিছু বদল আনেন। সলমন এগিয়ে আসেন ছবি করতে। আর এভাবেই তৈরি হয় ‘কিসি কা ভাই কিসি কি জান’!