TRENDING:

Salman Khan: রুপোলি পর্দায় আসছেন সলমনের বোনের পুত্র? আয়ানের ‘পার্টি ফিভার’ ভিডিও শেয়ার করলেন 'ভাইজান'

Last Updated:

খুব শীঘ্রই বলিউডে পদার্পণ করতে চলেছেন আয়ান। যদিও সলমন খানের পোস্টে লেখা হয়েছে, "আগামিকাল দারুণ কিছু আসতে চলেছে।"  নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে সলমন খান ভিডিওটি শেয়ার করেছেন। শুরুতেই রয়েছে নরম পার্টি মিউজিক। আশপাশটা দেখে মনে হচ্ছে যেন কোনও পার্টি চলছে। সমস্ত বন্ধুবান্ধব পার্টির আনন্দ উপভোগ করছেন। তবে গান না কি মিউজিক ভিডিও, সেটা স্পষ্ট করা হয়নি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই: সম্প্রতি ‘পার্টি ফিভার’ গানের টিজার পোস্ট করলেন বি-টাউন সুপারস্টার সলমন খান, যা তাঁর ভক্তদের রীতিমতো তাক লাগিয়ে দিয়েছে। কিন্তু কেন এই টিজার পোস্ট করেছেন বলিউডের ভাইজান?
রুপোলি পর্দায় আসছেন সলমনের বোনের পুত্র?
রুপোলি পর্দায় আসছেন সলমনের বোনের পুত্র?
advertisement

আসলে ওই ভিডিওতে রয়েছেন সলমন খানের বোন আলভিরা খান অগ্নিহোত্রীর পুত্র আয়ান অগ্নিহোত্রী। যদিও এর বেশি কিছুই জানা যায়নি। তবে দেখে বোঝা যাচ্ছে যে, খুব শীঘ্রই বলিউডে পদার্পণ করতে চলেছেন আয়ান। যদিও সলমন খানের পোস্টে লেখা হয়েছে, “আগামিকাল দারুণ কিছু আসতে চলেছে।”

নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে সলমন খান ভিডিওটি শেয়ার করেছেন। শুরুতেই রয়েছে নরম পার্টি মিউজিক। আশপাশটা দেখে মনে হচ্ছে যেন কোনও পার্টি চলছে। সমস্ত বন্ধুবান্ধব পার্টির আনন্দ উপভোগ করছেন। তবে গান না কি মিউজিক ভিডিও, সেটা স্পষ্ট করা হয়নি।

advertisement

এই একই ভিডিও নিজের হ্যান্ডলে শেয়ার করেছেন আয়ানও। তিনি লিখেছেন, “এই বছরের পার্টি সঙ্গীত চলে এসেছে। আর নাচের জন্য জুতোয় পা গলাতে আমাদের কেউ রুখতে পারবেন না!! পার্টি ফিভার আপনাকে নেচে উঠতে বাধ্য করবে। হ্যাশট্যাগ পার্টি ফিভার।” ভিডিও দেখে এক ভক্ত লিখেছেন যে, “দারুণ ভাই। এই উন্মাদনা আপনার জন্য সব সময় উপযুক্ত।”

advertisement

এদিকে জোর জল্পনা চলছে যে, নির্মাতারা সলমন খানকে নিয়ে ‘কিক ২’ ছবির সিক্যুয়েল তৈরি করার পরিকল্পনা করছেন। সাম্প্রতিক এক আপডেটে জানা গিয়েছে যে, ২০২৫ সালে শ্যুটিং শুরু হবে এই সিক্যুয়েলের। যদিও এখনও কোনও রকম অফিসিয়াল আপডেট পাওয়া যায়নি।

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

বর্তমানে অভিনেত্রী রশ্মিকা মন্দান্নার সঙ্গে ‘সিকন্দর’ ছবির শ্যুটিংয়ে ব্যস্ত সলমন খান। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে টাইটেল স্লেটটি শেয়ার করেছেন সলমন। তাতে লেখা ছিল, “সিকন্দর হিসেবে সলমন খানকে উপস্থাপন করছেন সাজিদ নাদিওয়াদওয়ালা।” ২০২৫ সালের ঈদে মুক্তি পাবে সলমন অভিনীত ছবিটি।

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Salman Khan: রুপোলি পর্দায় আসছেন সলমনের বোনের পুত্র? আয়ানের ‘পার্টি ফিভার’ ভিডিও শেয়ার করলেন 'ভাইজান'
Open in App
হোম
খবর
ফটো
লোকাল