সম্প্রতি দেখা গেল টিউবলাইট’-এর সেটে পৌঁছে গিয়েছেন গুঞ্জনে থাকা সলমনের বান্ধবী লুলিয়া ভান্তুর ৷ তবে একেবারেই ছবির শ্যুটিং দেখতে নয়, বরং সলমনকে সঙ্গে নিয়ে দালাই লামার সঙ্গে দেখা করে এলেন সলমন ও লুলিয়া ৷
আপাতত, এই ছবিই সোশ্যাল নেটওয়ার্কিংয়ে ঝড় তুলেছে ৷ ছবিতে দেখা যাচ্ছে আলাপচারিতায় ব্যস্ত দালাই লামা, সলমন ও লুলিয়া ৷ এমনকী, লুলিয়া ও সলমনকে কাছে ডেকে একসঙ্গ আর্শিবাদও করেছেন দালাই লামা ৷
advertisement
‘টিউবলাইট’ ছবির শ্যুটিং ফ্লোর থেকে আসা খবর অনুযায়ী, সলমন নাকি দালাই লামার সঙ্গে সাক্ষাৎ করে বেজায় খুশ ৷ সল্লুর খুশি ডাবল হয়েছে সঙ্গে লুলিয়া থাকায় ৷
কবীর খানের ‘টিউবলাইট’ ছবির গল্প তৈরি হয়েছে ১৯৬২ সালের ইন্দো-চীন যুদ্ধের ওপর নির্ভর করে ৷ যার সঙ্গে মিশে গিয়েছে প্রেমের গল্প ৷ ‘টিউবলাইট’ ছবিতে একেবারেই অন্যরকম ভূমিকায় দেখা যাবে সলমন খানকে ৷