আরও পড়ুন: বিয়েতে বাজবে না প্রাক্তন প্রেমিক রণবীর কাপুরের ছবির গান, কড়া নির্দেশ ক্যাটরিনার
ক্যাটরিনার এক ঘনিষ্ঠ বন্ধু জানান, তখন ক্যাটরিনা উটিতে রণবীর কাপুরের সঙ্গে 'আজব প্রেম কী গজব কাহিনি'-র শ্যুটিং করছিলেন। শট দিতে দিতেই একে অপরের কাছাকাছি চলে আসেন ক্যাটরিনা আর রণবীর, সলমনকে ভুলতে বসেন ক্যাটরিনা। যতদিনে শ্যুটিং শেষ হয়, ততদিনে রণবীর আর ক্যাটের মধ্যে প্রেম বেশ মাখোমাখো পর্যায় চলে গিয়েছে! রণবীরের সঙ্গে আলাপ হওয়ার পরই নাকি সলমনের সঙ্গে ব্রেক-আপের সিদ্ধান্ত নেন ক্যাট (Salman Khan Katrina Kaif Break Up)। যেমন ভাবা তেমন কাজ! ক্যাটরিনা সলমনকে উটি থেকেই টেক্সট ম্যাসেজ পাঠালেন, '' আমার দিক থেকে সবকিছু শেষ। আমাদের মধ্যে আর কোনও প্রেমের সম্পর্ক নেই, চাইলে আমরা ভাল বন্ধু থাকতে পারি!''
advertisement
আরও পড়ুন:বিয়েতে বাজবে না প্রাক্তন প্রেমিক রণবীর কাপুরের ছবির গান, কড়া নির্দেশ ক্যাটরিনার
ক্যাটরিনার বন্ধু এও জানান, মুম্বই ফেরা পর্যন্ত আর অপেক্ষা করতে চাইছিলেন না ক্যাটরিনা। উটি থেকেই টেক্সট ম্যাসেজ করেন। জানা যায়, ক্যাটরিনার এহেন মেসেজ পেয়ে রাগে অগ্নিশর্মা হয়ে ওঠেন দিশেহারা ভাইজান। ঠিক করেন উটির শ্যুটিং সেটে যাবেন। এ কথা জানতে পেরে নাকি ভয় পেয়েছিলেন ক্যাটরিনা! কীভাবে সলমনের মুখোমুখি হবেন? তাও আবার শ্যুটিং লোকেশনে, সবার সামনে? রণবীরের সামনে? কিন্তু সল্লু মিঞা আফটার-অল সল্লু মিঞা... তিনি কখনও ক্যাটরিনাকে অপ্রস্তুত পরিস্থিতিতে ফেলেননি, সেবারও ফেললেন না... উটি গেলেন না সলমন।
আরও পড়ুন: বিয়ের মণ্ডপেও সেই সলমন যোগ, এই কাজের বিষয়ে সলমনের উপর নির্ভর করছেন ক্যাটরিনা
ক্যাটরিনার বন্ধু বলেন, '' শুধুমাত্র রণবীরের সঙ্গে ঘনিষ্ঠতার জন্য সলমনের থেকে দূরে সরে যায়নি ক্যাটরিনা। ও আর সলমনের সঙ্গে সম্পর্ক টিকিয়ে রাখতে পারছিল না! সম্পূর্ণ বিদ্ধস্ত হয়ে পড়েছিল। আমরা বন্ধুরা জানতাম-ই এক না একদিন সম্পর্কটা ভাঙতই, কাজেই আমরা শকড হইনি! সলমন ওর থেকে বয়সে কত বড়... ও সলমনকে নিয়ে হাফিয়ে উঠেছিল।''
তবে, ব্যাক্তিগত সম্পর্ক ভেঙে গেলেও, নিজেদের কাজের সম্পর্কে কোনও আঁচ আসতে দেন নি সলমন ক্যাটরিনা। বিচ্ছেদের পরও দু'জনে একসঙ্গে অভিনয় করেছেন 'ভারত', 'টাইগার জিন্দা হ্যায়', 'এক থা টাইগার'-এর মতো ছবিতে। বিয়ের পরই ক্যাটরিনা সলমনের সঙ্গে 'এক থা টাইগার থ্রি'-র শ্যুট করবেন।