TRENDING:

লুলিয়াকে বৌদি ডাকছে সলমনের বন্ধুরা !

Last Updated:

তাহলে কী লুলিয়াইকে বিয়ে করছেন সলমন খান ?

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: তাহলে কী লুলিয়াইকে বিয়ে করছেন সলমন খান ? এই প্রশ্নের উত্তর অবশ্য সলমন, লুলিয়া কেউ-ই স্পষ্টভাবে না দিলেও, হাবে-ভাবে ইঙ্গিতে দু’জনেই বুঝিয়ে ছাড়ছেন ৷ এই যেমন দু’জনেই একসঙ্গে সিনেমা দেখতে যাচ্ছেন, যাচ্ছেন বিভিন্ন পার্টিতেও ৷ আবার কিছুদিন আগে সলমনকে স্মার্মফোন উপহার দিয়েছেন, শুধু সলমন নয়, তাঁর বডিগার্ডকেও উপহার দিয়েছেন একইরকম স্মার্টফোন ! এই সব দেখে বলিউডে তো জোর গুঞ্জন উঠবেই !
advertisement

তবে গুঞ্জন হওয়ার আরেকটাও কারণ রয়েছে ৷ শোনা যাচ্ছে, সলমনের সবচেয়ে কাছের বন্ধুরা নাকি লুলিয়াকে ‘বৌদি’ বলেই ডাকছেন ৷ আর লুলিয়া তাতে নাকি সাড়াও দিয়েছেন ৷

সেরা ভিডিও

আরও দেখুন
​'শুভ বিজয়া' সন্দেশ স্পেশালে মন মজেছে জনতার! বর্ধমানের মিষ্টির দোকানে ভিড়
আরও দেখুন

এই সব দেখে শুনে তো মনে হচ্ছে, এতদিনের ব্যাচেলার পর্ব কাটিয়ে সলমন শেষমেশ লুলিয়ার সঙ্গেই রওনা হবেন ছাদনাতলায় ৷ লুলিয়ার সঙ্গেই চারহাত এক হবে তাঁর !

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
লুলিয়াকে বৌদি ডাকছে সলমনের বন্ধুরা !