ইনস্টাগ্রামে শেয়ার করা ছবিগুলোতে সলমানকে তাঁর নিজস্ব জিমে দেখা যাচ্ছে। তিনি কালো ভেস্ট এবং নীল শর্টস পরে আছেন। আত্মবিশ্বাসের সঙ্গে তিনি নিজের ফিট বডি প্রদর্শন করছেন। ক্লিন-শেভ লুক এবং বয়সকে চ্যালেঞ্জ জানানো শরীর নজর কেড়েছে সবার।
ছবিগুলোর সঙ্গে মজার ছলে তিনি লিখেছেন, “আমি চাই, ৬০ বছর বয়সে যেন আমি এমনই দেখাই! আর মাত্র ৬ দিন বাকি..।”
advertisement
সেই পোস্ট মুহূর্তের মধ্যেই প্রশংসায় ভরে ওঠে। সংগীতা বিজলানি মন্তব্য করেন, “তুমি সত্যিই এমনই দেখাচ্ছো, আর চিরকাল এমনই দেখাবে।” একতা কাপুর লেখেন, “৪৫ বছর বয়সেও আপনি দারুণ স্যর।” বিন্দু দারা সিং যোগ করেন, “দেখতে দারুণ লাগছে ব্রো।”
ভক্তরাও কম উৎসাহী ছিলেন না। একজন ভক্ত তাঁকে “ফিটনেস আইকন” বলে আখ্যা দেন। আরেকজন লেখেন, “আগাম জন্মদিনের শুভেচ্ছা ভাইজান।” এক ভক্ত মন্তব্য করেন, “ভাইজান, আপনাকে ভীষণ সুদর্শন আর ফিট দেখাচ্ছে। ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুন। বড় দিনের জন্য আগাম শুভেচ্ছা।”
আরও পড়ুন- পূর্ব মেদিনীপুরে গান গাইতে গিয়ে হেনস্থার শিকার সঙ্গীতশিল্পী লগ্নজিতা! মারধরের চেষ্টা
সলমান খানকে এবার ব্যাটল অফ গালওয়ান ছবিতে দেখা যাবে। ২০২০ সালে ভারত ও চীনের মধ্যে গালওয়ান উপত্যকার সংঘর্ষের ওপর ভিত্তি করে তৈরি এই ছবি। অপূর্ব লাখিয়া পরিচালিত এই ছবিটিকে সালমান খানের কেরিয়ারের অন্যতম বড় প্রোজেক্ট হিসেবে দেখা হচ্ছে।
