‘বিগ বস’ আর বিতর্ক, দুই-ই যেন সমার্থক৷ কিছুদিনে আগেই জাদ হাদিদ এবং আকাঙ্ক্ষা পুরির চুম্বন নিয়ে একপ্রস্থ ঝামেলা হয়েছে৷ ঘটনায় চটে গিয়ে জাদ এবং আকাঙ্খাকে কড়া ভাষায় দেগেছিলেন সলমন খান৷ তবে এবার বিতর্কে জড়ালেন ‘ভাইজান’ নিজেই৷ বিগ বসের ওটিটি ২ এর সঞ্চালনা করার সময়ই তাঁকে সিগারেট হাতে দেখা গেল৷ প্রতিযোগীদের সঙ্গে কথা বলার সময় এক হাতে সিগারেট ধরেছিলেন সলমন৷ রিয়্যালিটি শোয়ের এই ক্লিপটি ভাইরাল হয়৷ ভাইজানের এহেন ব্যবহার যে মোটেই খুশি নন নেটনাগরিকরা। ছবির কমেন্ট বক্স দিচ্ছে তেমনই ইঙ্গিত৷
advertisement
আরও পড়ুন: ‘শো থেকে বেরিয়ে যত ইচ্ছে চুমু খাও’, চুম্বন বিতর্কে কড়া সলমন, কথা শোনালেন এই অভিনেত্রীকে
সিগারেট হাতে শো সঞ্চালনা করার জন্য সলমনের প্রতি ক্ষোভ উগরে দিয়েছেন নেটিজেনেরা৷ সলমনকে ‘হিপোক্রিট’ বলতেও ছাড়েনি অনেকে৷ কেউ কেউ আবার টেনে এনেছেন জাদ-আকাঙ্খার প্রসঙ্গ৷ এক ব্যক্তি লিখেছেন,‘‘নৈতিকতা নিয়ে উনি অন্যদের জ্ঞান দেন কীভাবে?’’৷ আইনি দিক থেকে ফাঁদে পড়বেন না সলমন৷ কারণ এটি ওটিট প্ল্যাটফর্ম, টিভি নয়৷ এ কথা শুনিয়ে এক নেটনাগরিকের মন্তব্য, ‘‘উনি আবার প্রতিযোগীদের (বিগ বসের) সংস্কার নিয়ে জ্ঞান দেন, হাস্যকর৷’’
আরও পড়ুন: আর কী হিরো হবেন না সলমন? বনশালির সঙ্গে দেখা করলেন ভাইজান! কোন ছবির কথা হল?
সচরাচর এমন আচরণ আগে করতে দেখা যায় নি সলমনকে৷ কেন তিনি করলেন এমন কাজ? তা জানতে মুখিয়ে তাঁর অনুরাগীদের একাংশ৷
প্রসঙ্গত, কিছুদিন আগেই বিগ বসের ঘরে ৩০ সেকেন্ডের বেশি সময় ধরে একে অপরকে চুম্বন করছেন জাদ হাদিদ ও আকাঙ্খা পুরী। ঘটনায় রীতিমতো মেজাজ হারিয়ে ফেলেন বলিউডের ভাইজান।