TRENDING:

৫ বছরের জেল সলমনের, আদালতেই কেঁদে ফেললেন বোন আলভিরা

Last Updated:

২০ বছর আগের মামলায় আপাতত যবনিকা পতন ৷ যোধপুর আদালত রায় ঘোষণা করল কৃষ্ণসার হরিণ শিকার মামলার ৷ আজ এই মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন সলমন খান ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: ২০ বছর আগের মামলায় আপাতত যবনিকা পতন ৷ কৃষ্ণসার হরিণ শিকার মামলার রায় ঘোষণা করল যোধপুর আদালত ৷ আজ এই মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন সলমন খান ৷ ৫ বছরের জেল ও ১০ হাজার টাকা জরিমানা হয়েছে সলমনের ৷ তবে বেকসুর খালাস পেয়েছেন সোনালী বেন্দ্রে, সইফ আলি খান, নীলম কোঠারি এবং তব্বুকে খালাস ৷
advertisement

এই মুহূর্তে আবু ধাবিতে জোর কদমে চলছিল ‘রেস ৩’ ছবির শুটিং ৷ কিন্তু মামলার রায়দানের দিন স্থির হওয়ার পরেই তড়িঘড়ি সেই শুটিং শেষ করে দেশে ফিরে আসেন সলমন খান ৷ গতকালই যোধপুরে পৌঁছেছেন তিনি ৷ সঙ্গে এসেছেন সলমনের আইনজীবী হস্তিমল সরস্বত এবং তাঁর ব্যক্তিগত দেহরক্ষী ৷ এ ছাড়াও সব সময় ভাইয়ের পাশে ছায়াসঙ্গীর মতো রয়েছেন সলমনের দুই বোন আলভিরা ও অর্পিতা ৷

advertisement

আরও পড়ুন:LIVE: কৃষ্ণসার হরিণ শিকার মামলায় রায় ঘোষণা, ৫ বছরের জেল সলমনের

Representative Image

বৃহস্পতিবার সওয়া ১১ টা নাগাদ সলমনকে দোষী সাব্যস্ত হিসাবে ঘোষণা করেন যোধপুর আদালতের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দেব কুমার ক্ষেত্রী ৷ এরই মধ্যে খবর রটে যায় ২ বছরের জন্য জেল হয়েছে অভিনেতার ৷ কিন্তু কিছুক্ষণের মধ্যেই সরকারি আইনজীবী জানান, এই খবর ভুল ৷ বেলা ২টোয় সলমনকে সাজা শোনাবে আদালত ৷ এরপরেই ঠিক দুপুর ২ টোয় সলমনকে ৫ বছরের জেল ও ১০ হাজার টাকা জরিমানার সাজা শোনায় যোধপুর আদালত ৷

advertisement

আরও পড়ুন:৫ বছরের জেল সলমন খানের, ঝুলে রইল এই বিগ বাজেট ছবিগুলোর ভাগ্য

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

এই রায় শোনার পরেই কান্নায় ভেঙে পড়েন সলমনের বড় বোন আলভিরা ৷ বোন অর্পিতাও নিজেকে ঠিক রাখতে পারেননি ৷ ছোট থেকেই ভাইয়ের খুব ঘনিষ্ঠ দুই বোন ৷ ফলে এই সাজায় মুষড়ে পড়েন তাঁরা ৷ যদিও রায় শুনেও নির্বিকার ছিলেন স্বয়ং সলমন ৷ আজ আদালতে ঢোকার সময় সলমনের গায়ে ছিল তাঁর ‘লাকি’ ব্ল্যাক শার্ট ৷ তবু শেষ রক্ষা হল না ৷

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
৫ বছরের জেল সলমনের, আদালতেই কেঁদে ফেললেন বোন আলভিরা